shono
Advertisement
Shubman Gill

ফিটনেস ছাড়পত্র পাওয়া সময়ের অপেক্ষা, টি-টোয়েন্টি সিরিজেই ফিরছেন গিল!

ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন গিল।
Published By: Arpan DasPosted: 03:42 PM Dec 03, 2025Updated: 04:08 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে সুখবর। চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন শুভমান গিল। ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গিলের কামব্যাক হতে পারে ৯ ডিসেম্বর, ওড়িশায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টিতে।

Advertisement

ইডেনে মাত্র তিন বল খেলে মাঠ ছেড়েছিলেন। তারপর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে ফেরা মোটামুটি পাকা। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করেছেন। জানা গিয়েছে, সেখানে ইতিমধ্যে ব্যাটিং শুরু করে দিয়েছেন গিল (Shubman Gill)। ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হবে। মেডিক্যাল দলের পরামর্শ অনুযায়ী, গিলের ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলনের সূচি তৈরি হবে। তবে বোর্ড কোনও তাড়াহুড়ো করতে চায় না।

ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ককে যদিও পুরো ছাড়পত্র দেওয়া হয়নি। সেটার জন্য আগামী ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ম্যাচ সিমুলেশনের মধ্যে দিয়ে যাওয়ার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। তবে শেষ মুহূর্তে বড়সড় কিছু বদল না হলে সেটা পাওয়া নিয়ে সংশয়ের কিছু নেই। ওই সূত্র মারফৎ আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা হতে পারে। নির্বাচক প্রধান অজিত আগরকর নিয়মিত খোঁজখবর রাখছেন। তবে ম্যানেজমেন্ট যদি ঝুঁকির কিছু দেখে, তাহলে প্রথম ম্যাচে গিলকে নাও খেলানো হতে পারে।

উল্লেখ্য, শুভমানের জন্য রুটিন তৈরি করেছিলেন মেরুদণ্ড বিশেষজ্ঞ চিকিৎসক অভয় নেনে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দল। সেই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। জানা গিয়েছে, গিল মুম্বইতে ফিজিওথেরাপি সেশনে অংশ নিয়েছিলেন। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে সুখবর।
  • চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন শুভমান গিল। ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি।
  • গিলের বহুপ্রতীক্ষিত কামব্যাক হতে পারে ৯ ডিসেম্বর, ওড়িশায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টিতে।
Advertisement