সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআর পর্ব অতীত। এ মরশুমে ভেঙ্কটেশ আইয়ারকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। গতবারের পৌনে ২৪ কোটি টাকার নাইট তারকাকে মিনি নিলামে ৭ কোটিতে কিনে নিয়েছে বিরাট কোহলিদের দল। তবে ভেঙ্কটেশকে প্রথম একাদশে সুযোগ দিলে আরসিবি'র 'উইনিং কম্বিনেশন' ভেঙে পড়তে পারে। বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে।
২০২১ সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ভেঙ্কি। তাঁর দৌলতেই সেবার খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। আর ২০২৪ আইপিএলে তো টিম চ্যাম্পিয়নই হয়। এরপর বাঁহাতি তারকাকে মোটা টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই আশার সিকিভাগও পূরণ করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তাঁর। এরপর আবু ধাবিতে নিলামে কেকেআরকে টেক্কা দিয়ে তাঁকে ছিনিয়ে নেয় আরসিবি।
দেশের হয়ে ৬১৯ টেস্ট উইকেট পাওয়া স্পিনার সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, "শুরুতে হয়তো প্রথম একাদশে থাকবে না ভেঙ্কটেশ। আপনি নিশ্চয়ই কোনও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না। কারণ জয়ী দলের কাউকে নিয়ে সন্দেহ রাখা উচিত নয়। সেই কারণেই ওরা রবি বিষ্ণোইয়ের মতো খেলোয়াড়কে নিতে ঝাঁপায়নি। কারণ দলে সুযশ শর্মার মতো স্পিনার রয়েছে। বিষ্ণোইকে নিলে কম্বিনেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারত। সুযশও হয়তো অনিরাপদ বোধ করত। আরসিবি হয়তো ভেবেছিল, নিলামে অন্য কোনও দল ভেঙ্কটেশকে বেশি দামে কিনে নেবে। শেষ পর্যন্ত সেটা হয়েছে।"
আইপিএল ৬২টি ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ। কেকেআরের হয়ে ১৪৬৮ রান করেছেন তিনি। এরমধ্যে একটি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি। গত বছর মেগা নিলামে কেকেআর তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু ১১টি ম্যাচে ২০.২৯ গড়ে করেছিলেন মাত্র ১৪২ রান। তবে মোটের উপর গতবারের চ্যাম্পিয়ন দলকে ধরে রেখে আরসিবি ভালো করেছে বলেও মন্তব্য করেন কুম্বলে। উল্লেখ্য, নিজেদের শক্তি বাড়াতে জ্যাকব ডাফি, জর্ডন কক্স এবং তরুণ অলরাউন্ডার মঙ্গেশ যাদবকেও দলে নিয়েছে তারা। উল্লেখ্য, যশ দয়ালের বিকল্প হিসাবে ভূমিকা নিতে পারেন মঙ্গেশ।
