সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে চুনকাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় পরাজয় ভারতীয় দলের। সোশাল মিডিয়া, সংবাদমাধ্যমে ক্রিকেটার-কোচের সমালোচনা, তুলোধোনা, ট্রোল। এসবের মধ্যেই সতীর্থদের চাঙ্গা করতে আসরে নামলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। যিনি চোটের জন্য গুয়াহাটি টেস্ট খেলেননি।
প্রথম টেস্টে তিনি থেকেও ছিলেন না। প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে একটি বাউন্ডারি মেরেই চোটের জন্য ছিটকে যান। আর মাঠে ফিরতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। ক্রিকেট মহলের একাংশের দাবি, শুভমান যদি দুই ইনিংসে ঠিকমতো ব্যাট করতে পারতেন তাহলে হয়তো ইডেনে হারতে হত না ভারতকে। তাছাড়া তাঁর নেতৃত্বও মিস করেছে ভারতীয় দল। গুয়াহাটিতে দলের সঙ্গে গেলেও শুভমান খেলতে পারেননি। তিনি খেললে হয়তো সেখানেও এত লজ্জার মুখ টিম ইন্ডিয়াকে দেখতে হত না। আসলে ভারতের মিডল অর্ডারের তিনিই স্তম্ভ।
সে যা-ই হোক, তাঁর অনুপস্থিতিতে সিরিজে চুনকাম হতে হয়েছে। সতীর্থরা বিধ্বস্ত। তাঁদের চাঙ্গা করতে এবার সোশাল মিডিয়ায় বার্তা দিলেন ভারত অধিনায়ক। গিল বললেন, "শান্ত সমুদ্র কখনও এগিয়ে চলা শেখায় না। ঝড়ঝঞ্ঝাই হাত শক্তিশালী করে তোলে। আমরা পরস্পরের প্রতি আস্থা রাখব, একে অপরের জন্য লড়াই করব। এ ভাবেই এগিয়ে যাব। আরও শক্তিশালী হয়ে উঠব।" কঠিন সময়ে অধিনায়কের ঐক্যবার্তা পন্থদের চাঙ্গা করবে বলেই আশা ক্রিকেট মহলের।
ঘাড়ের চোটে কাবু শুভমান আপাতত বিশ্রামে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে, তাতেও তিনি খেলবেন না। এমনকী প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি থাকবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।
