সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছেন সূর্যকুমাররা। তবে টিম ইন্ডিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। চোট সারিয়ে সহ-অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) প্রত্যাবর্তনের দিনে বাদ পড়েছেন ফর্মে থাকা সঞ্জু স্যামসন। অনেকেই বলছেন, 'বাড়তি সুবিধা' পাচ্ছেন গিল। আর অন্যদিকে বঞ্চনার শিকার হচ্ছেন ভারতীয় উইকেটরক্ষক।
এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। সেক্ষেত্রে একপ্রকার বাধ্য হয়েই নিচের সারিতে ব্যাট করতে নামতে হয় সঞ্জুকে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দল থেকে সটান বাদ দিয়ে দেওয়া হয় সঞ্জুকে। তাঁর জায়গায় উইকেটকিপিং করেন জিতেশ শর্মা। আর ওপেনিং নামেন শুভমান গিল। যদিও বল তুলে মারতে গিয়ে ২ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
ফলে সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে সহ-অধিনায়ককে। প্রশ্নের মুখে হেডকোচ গৌতম গম্ভীরের রণনীতিও। এক নেটিজেনের কথায়, 'ওয়ানডেতে ওপেনার হিসাবে ঈশান কিষাণের কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে। দলে ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী কিংবা সঞ্জুর মতো খেলোয়াড়। ওদেরও বোধহয় কেরিয়ার শেষ হয়ে যাবে!'
কেউ বলছেন, 'গিল চার নম্বরে ব্যাট করবে বলে কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করা হল। রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে গিলকে ক্যাপ্টেন করা হল। অথচ গিলের পারফম্যান্স দেখুন!" আরেক নেট নাগরিকের সংযোজন, 'গম্ভীরের ইয়েস ম্যান বলে বাড়তি সুবিধা পাচ্ছেন গিল।' কেউ আবার বলছেন, 'ফ্ল্যাট পিচেও রান করতে পারেননি গিল।'
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৯৫ রান করেছেন তিনি। তবে, মাত্র ১২ ইনিংসে তিনটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। স্ট্রাইক রেট ১৪৭.৪০। অন্যদিকে, শেষ পাঁচটি টি-টোয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ৪, ২৯*, ৪৬, ১৫, ৫। তাছাড়া চলতি বছর ১৩টি টি-টোয়েন্টি খেললেও কোনও হাফসেঞ্চুরিও পর্যন্ত করতে পারেননি। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার রয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। এখন দেখার, রান করে সমালোচনার জবাব দিতে পারেন কি না গিল।
