সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর চোট-ফর্মের চেয়েও বোধহয় বেশি চর্চা হয়েছে তাঁর টস ভাগ্য নিয়ে। একের পর এক ম্যাচে তিনি টস হেরেছেন। তবে নতুন বছরে শুভমান গিলের প্রতি প্রসন্ন হলেন ভাগ্যদেবতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে টস জিতলেন ভারত অধিনায়ক। টস জিতে প্রথমে বল করবে মেন ইন ব্লু। পরে ব্যাট করলে শিশিরের সুবিধা পাবে ভারত, আশাবাদী গিল।
রোহিত শর্মা থেকে শুভমান গিল। ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্বের হাতবদল হয়েছে। কিন্তু একটা বিষয় অপরিবর্তিত ছিল- তা হল টস হারের পরিসংখ্যান। ওয়ানডে'তে টানা ২০ ম্যাচে টস হারে ভারত। গত বছরের শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনম্যাচের ওয়ানডে খেলেছিল ভারত। সেখানেও প্রথম দুই ম্যাচে টস হারেন অধিনায়ক কে এল রাহুল। তবে তৃতীয় ম্যাচে বাঁহাতে টস করে ভারতের 'মুদ্রাদোষ' কাটান তিনি।
২০২৩ বিশ্বকাপের ফাইনালে টস হেরেছিল ভারত। তারপর টানা ২০টি ওয়ানডে'তে টস জেতেননি কোনও ভারতীয় অধিনায়ক। তবে এবার ছবিটা বদলেছে। রবিবার গিল জেতায় পরপর দুই ম্যাচে টস গেল ভারতের পক্ষে। হাসিমুখে গিল বলেন, "আমরা প্রথমে বল করব। আশা করি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে সুবিধা হবে। সকলেই বিজয় হাজারে ট্রফিতে কয়েকটা ম্যাচ খেলে এসেছে। ভালো ফর্মে রয়েছে সকলেই।" বরোদার নতুন স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে ভারত। তবে কালো মাটির উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে দুই অধিনায়কের মনেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ভারতের প্রথম একাদশ: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
নিউজিল্যান্ড প্রথম একাদশ: ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাক ফোকস, ক্রিস্টিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, আদিত্য অশোক
