সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) শেষ হতে পুরো দুটো দিনও লাগেনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পৌনে দু’দিনে খেলা শেষ। যার পর থেকে বলা হচ্ছে, উপমহাদেশে দু’দিনে টেস্ট শেষ হয়ে গেলে হইচই শুরু হয়ে যায়। তবে আইসিসি'ও চুপ করে বসে নেই। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এমসিজি'কে শুধু 'অসন্তোষজনক' বলেনি। শাস্তিও দিয়েছে। যার ফলে প্রশ্ন উঠছে, এবার কি অস্ট্রেলিয়ার এই মাঠকে নির্বাসিত করা হবে?
অ্যাশেজ সিরিজের (Ashes) চতুর্থ টেস্টে জিতে চুনকাম বাঁচিয়েছে ইংল্যান্ড। তবে জস টাংদের সাফল্য নয়, বেশি আলোচনা চলছে পিচের দুরবস্থা নিয়ে। এমসিজি'তে প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট, পরের দিন ১৬ উইকেট। ব্যস, পৌনে দু'দিনেই টেস্ট শেষ। যা নিয়ে ম্যাচ রেফারি জেফ ক্রো মতামত দিয়েছিলেন, 'এই পিচ বোলারদের একটু বেশিই সাহায্য করেছে।' যার ভিত্তিতে এমসিজি'র পিচকে 'অসন্তোষজনক' তকমা দিয়েছে আইসিসি। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
জেফ ক্রো ব্যাখ্যা দিয়েছেন, "এমসিজি'র পিচ বোলারদের বেশি সাহায্য করেছে। দু'দিনে ৩৬ উইকেট পড়েছে। কোনও ব্যাটার হাফসেঞ্চুরি করতে পারেনি। নিয়ম অনুযায়ী পিচকে 'অসন্তোষজনক' বলা হয়েছে। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট পাবে।"
আইসিসি'র নিয়ম অনুযায়ী কোনও পিচের সবচেয়ে খারাপ অবস্থা বোঝায় 'আনফিট' দিয়ে। তার আগে 'অসন্তোষজনক'। তাহলে কি নির্বাসনের মুখে পড়তে হবে এমসিজি'কে? নিয়ম বলছে, যদি কোনও পিচ পাঁচ বছরের মধ্যে ৬ ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাসের জন্য নিষিদ্ধ হতে পারে সেই পিচ। আসলে সেই পিচকেই 'অসন্তোষজনক' বলা হয়, যেখানে ব্যাটে-বলে কোনও প্রতিযোগিতা হয় না। তাই পারথে দু'দিনে টেস্ট শেষ হলেও তা 'খুব ভালো।' এমনকী এর আগের তিন বছরেও এমসিজি'র পিচ ছিল 'খুব ভালো।' ফলে আপাতত নির্বাসিত হওয়ার কোনও সম্ভাবনা নেই এমসিজি'র।
