shono
Advertisement
Smriti Mandhana Wedding

বাবার অসুস্থতায় স্থগিত বিয়ে, এবার পলাশকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিধ্বস্ত স্মৃতির

আনন্দ উৎসবের বাড়িতে আপাতত উদ্বেগের ছবি।
Published By: Arpan DasPosted: 05:31 PM Nov 24, 2025Updated: 06:27 PM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দ উৎসবের বাড়িতে আপাতত উদ্বেগের ছবি। হলদি, মেহেন্দি, বরপক্ষের ক্রিকেট ম্যাচ, সব মিলিয়ে জমজমাট ছিল বিয়েবাড়ি। কিন্তু আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্মৃতি মন্ধানার বাবা। যে কারণে বিয়েও পিছিয়ে দেওয়া হয়েছে। হবু বর পলাশ মুছল নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এবার সোশাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি-ভিডিও মুছে দিলেন স্মৃতি।

Advertisement

বিশ্বকাপের সময়ই জানা গিয়েছিল, ২৩ নভেম্বর স্মৃতি-পলাশের বিয়ে। সেই অনুযায়ী, বিয়ের তারিখের বেশ অনেকদিন আগে থেকেই জমজমাট ছিল স্মৃতিদের বাড়ি। বিশ্বজয়ী ক্রিকেটাররা হাজির হয়েছেন। হলদি বা মেহেন্দির অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়। এমনকী 'সঙ্গীতে' স্মৃতিকে বাহুডোরে বেঁধে নেচেছিলেন পলাশ। পাশাপাশি বরপক্ষ-কনেপক্ষের ক্রিকেট ম্যাচ হয়। তার বেশ কয়েকটি ভিডিও ও ছবি স্মৃতি নিজেও সোশাল মিডিয়ায় আপলোড করেন।

তবে এখন সেগুলো আর নেই। মনে করা হচ্ছে, পিতার অসুস্থতার কারণে মনখারাপেই বিয়ের অনুষ্ঠানের ছবি মুছে দিয়েছেন স্মৃতি। বিশ্বজয়ের ছবি আছে। শেষ ছবি শিশুদিবসের। তবে বিয়ের বা প্রোপোজালের ছবি নেই। তবে পলাশের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এখনও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে প্রোপোজের ভিডিও রয়েছে।

উল্লেখ্য, রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্মৃতি এবং তাঁর পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। স্মৃতির ওয়েডিং ম্যানেজমেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সেই অনুষ্ঠান কবে হবে, তা জানা যায়নি। এরপর সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশ মুছলকে। জানা গিয়েছে, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। চিকিৎসার পর, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আনন্দ উৎসবের বাড়িতে আপাতত উদ্বেগের ছবি।
  • হলদি, মেহেন্দি, বরপক্ষের ক্রিকেট ম্যাচ, সব মিলিয়ে জমজমাট ছিল বিয়েবাড়ি।
  • কিন্তু আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্মৃতি মন্ধানার বাবা। যে কারণে বিয়েও পিছিয়ে দেওয়া হয়েছে।
Advertisement