shono
Advertisement
Smriti Mandhana

‘সালাম-এ-ইশক’! পলাশের বাহুডোরে স্মৃতি, নাচের ছন্দে জীবনের ২২ গজ মাতালেন বিশ্বজয়ী

এই জুটির রসায়নে মজেছেন নেটিজেনরা।
Published By: Prasenjit DuttaPosted: 10:36 AM Nov 23, 2025Updated: 10:36 AM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানার বিয়ে নিয়ে যেন আনন্দের ধুম দেশজুড়ে। রোববার চার হাত এক হতে চলেছে। সতীর্থর নতুন জীবনের পথচলার আগে ভারতীয় দলের তারকা ব্যাটারকে নিয়ে উৎসবে মেতে উঠেছেন 'লড়কি ওয়ালে' জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষেরা। এই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিল 'হবু বর' পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির নাচ। একেবারে নিখুঁত কোরিওগ্রাফ করা এই দৃশ্য ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, পলাশের গলায় মালা পরিয়ে দিচ্ছেন স্মৃতি। ভারতীয় তারকার পরনে স্লেট রঙের লং ড্রেস। এরপর 'যুগল প্রেমের স্রোতে' নিখুঁত নৃত্য পরিবেশনে মেতে ওঠেন এই সুপারহিট জুটি। স্টেজে তখন বাজছে 'সালাম-এ-ইশক' ছবির বিখ্যাত গান 'তেনু লে কে মে জাঁওয়া'। আর একেবারে বলিউডি কায়দায় তখন মঞ্চ মাতালেন স্মৃতিরা। এই জুটির রসায়নে মজেছেন নেটিজেনরা। ছিলেন ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারও। তাঁরাও সঙ্গত দেন স্মৃতি-পলাশকে। 

সঙ্গীত অনুষ্ঠানের আরেকটি ভিডিও সামনে এসেছে। দেখা যাচ্ছে, একই স্টেজে 'তেরা ইয়ার হুঁ' গানের সঙ্গে নেচেছেন জেমিরা। সেখানে রংবেরঙের লেহেঙ্গা পরেছিলেন জেমাইমা রডরিগেজ, শ্রেয়ঙ্কা পাতিল, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি এবং ইয়াস্তিকা ভাটিয়ারা। নতুন জীবনের পথচলা শুরু করতে চলেছেন স্মৃতি মন্ধানা। তার আগে সতীর্থদের কাছ থেকে এমন 'উপহার' পেয়ে নিশ্চিতভাবেই খুশি হবেন তিনি।

২০১৭-এ ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। পরে পলকের সামনে রোমান্টিক বলিউডি গান গেয়ে স্মৃতিকে প্রেমপ্রস্তাব দেন পলাশ। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট-সঙ্গীত জুটি। বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মন্ধানা ও তাঁর জার্সি নম্বর ১৮ নিজের হাতে ট্যাটু করান পলাশ। ইতিমধ্যেই আমজনতার নয়নমণি হয়ে উঠেছেন এই ‘পাওয়ার কাপল’। তাঁদের বিয়ে ঘিরে রবিবার চাঁদের হাট বসতে চলেছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন লিখেছিলেন, 'স্মৃতির কভার ড্রাইভের সৌন্দর্য এবং পলাশের সঙ্গীতের সুরের মেলবন্ধন অসাধারণ এক জুটি গড়ে তুলবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্মৃতি মন্ধানার বিয়ে নিয়ে যেন আনন্দের ধুম দেশজুড়ে। রোববার চার হাত এক হতে চলেছে।
  • সতীর্থর নতুন জীবনের পথচলার আগে ভারতীয় দলের তারকা ব্যাটারকে নিয়ে উৎসবে মেতে উঠেছেন 'লড়কি ওয়ালে' জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষেরা।
  • এই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিল 'হবু বর' পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির নাচ।
Advertisement