সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে উত্তাপ ক্রমশ চড়ছে। নিউ ইয়র্ক পোস্টের এক সম্পাদকীয় শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে পুতিনের 'অনীহা'র কথা বলে আক্রমণের সুর চড়ানো হয়েছে। সেই লেখাটি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট কার্যতই বুঝিয়ে দিলেন তিনি এই মতামতের সঙ্গে সম্পূর্ণ সহমত।
ট্রাম্প যে সম্পাদকীয়টি শেয়ার করেছেন তার শিরোনাম 'পুতিন অ্যাটাক'। সেখানে বলা হয়েছে, সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প শান্তি চুক্তির ব্যাপারে তুমুল আশাবাদী ছিলেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন পুতিন। তিনি ট্রাম্পকে ফোন করে অভিযোগ জানান, তাঁর বাসভবনকে টার্গেট করছে ইউক্রেনের ড্রোন।
ইতিমধ্যেই এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে ইউক্রেন। এদিকে মার্কিন সংবাদপত্রটিও পুতিনের দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন। সেখানে লেখা হয়েছে, 'ভ্লাদিমির পুতিন বেছে নিয়েছেন মিথ্যা, ঘৃণা এমনকী মৃত্যুকেও।'
পোস্টের সম্পাদকীয়তে বলা হয়েছে, 'আলাস্কার মতোই পুতিনকে শান্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তার পরিবর্তে আমেরিকার চোখে ধুলো দিয়েছেন।' এবং আরও বলা হয়েছে যে, 'ভ্লাদিমির পুতিন এমন কোনো সৎ মধ্যস্থতাকারী নন যিনি যুক্তি বোঝেন, কিংবা তাঁর থেকে কোনো ব্যবসায়িক ফায়দাও পাওয়া যাবে না।' পাশাপাশি সংবাদপত্রটিতে পরিষ্কার দাবি করা হয়েছে, যুদ্ধ থামাতে কিয়েভ তার তরফে যা করার তা করেছে। কিন্তু পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়া করতে চাইছেন। পাশাপাশি ইরানের সঙ্গে রাশিয়ার 'বন্ধুত্বে'র কথা বলে দাবি করা হয়েছে, গোটা বিশ্বজুড়েই ট্রাম্পের এজেন্ডার বিরোধিতা করে চলেছে রাশিয়া। সবশেষে বলা হয়েছে কুমিরের কান্না যেন থামানো হয়।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ভিডিও প্রকাশ্যে এনেছে রাশিয়া। ভিডিও প্রকাশ করে মস্কো দাবি করেছে, ৬ কেজি বিস্ফোরক বোঝাই একের পর এক ড্রোন দিয়ে পুতিনের বাসভবনে হামলা চালানো হয়েছিল গত ২৮ ডিসেম্বর রাতে। সব মিলিয়ে ৯১টি ড্রোন রাশিয়ায় পাঠিয়েছিল ইউক্রেন। যদিও কিভ রাশিয়ার এই অভিযোগ আগেই অস্বীকার করেছে। তাদের দাবি, শান্তিচুক্তি নিয়ে আলোচনা ভেস্তে দিতেই এই অভিযোগ তুলছে। পাশাপাশি রাশিয়ার কাছে প্রমাণও চেয়েছিল তারা। ঘটনাচক্রে, তার পরেই এই ভিডিও প্রকাশ করল মস্কো। দাবি ও পালটা দাবির এই খেলায় পিছোচ্ছে শান্তি প্রক্রিয়া।
