shono
Advertisement
Bazball

বাজবলের মৃত্যুঘণ্টা, ম্যাকালামের হাতে আর মাত্র এক ম্যাচ! ডেডলাইন বেঁধে দিলেন প্রাক্তনী

বাজবলের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।
Published By: Subhajit MandalPosted: 11:44 AM Jan 01, 2026Updated: 11:44 AM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজে লজ্জার হারের পর মৃত্যুঘণ্টা বেজে গেল বাজবলের! প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভন মনে করছেন, হেড কোচ ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসের হাতে আর একটি ম্যাচই রয়েছে। এই ম্যাচে চমকপ্রদ কিছু না করতে পারলে কোনও একজনকে দায়িত্ব ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে অন্যরকম ভাববে ইংল্যান্ড।

Advertisement

আসলে সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে। মাত্র ১১ দিনে টেস্ট সিরিজ হেরেছেন স্টোকসরা। তারপর অবশ্য মেলবোর্নে খানিক চমকপ্রদভাবে টেস্ট জিতেছে ইংরেজরা। যা কিনা ৫৪৬৮ দিনে অজিভূমে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। কিন্তু ওই জয়কে বিশেষ পাত্তা দিচ্ছেন না ভন। তিনি মনে করছেন, ইংল্যান্ডের ওই জয় আসলে লটারির মতো। ওটা আসলে ঠিক টেস্ট ম্যাচই ছিল না। এরপর ইংল্যান্ডকে প্রমাণ করতে হবে যে তাঁরা একটা সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিততে সক্ষম।

ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট দুনিয়াতে চলছে ‘বাজবল’ নিয়ে আলোচনা। গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের অস্ত্র বাজবল। অর্থাৎ ঝড়ের গতিতে রান তোলা। হেড কোচ ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসের সময় আগ্রাসী মনোভাবের ক্রিকেট খেলার জন্য বিপক্ষের কাছে সমীহ আদায় করে নিয়েছেন সাহেবরা। সমস্যা হল, ছোটখাট দলের বিরুদ্ধে এই বাজবল কাজে দিলেও শক্তিশালী দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ছে ম্যাকালামদের স্ট্র্যাটেজি। যেমনটা হয়েছে ভারতের বিরুদ্ধে, বা যেমনটা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অ্যাশেজের প্রথম তিনটি টেস্টের তিনটিই জিতেছে অস্ট্রেলিয়া। প্রবল চাপে ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ও তাঁর আবিষ্কৃত ‘বাজবল’। ইংল্যান্ডের বাজবল পদ্ধতি যে একেবারেই যে ভোঁতা হয়ে গিয়েছে, সে কথা বলাই বাহুল্য। ভন মনে করছেন বাজবলের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাঁচতে হলে মেলবোর্ন টেস্টে বিরাট কিছু করতে হবে স্টোকসদের।

তিনি বলছেন, "আমার মনে হয় সিডনির ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনও ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় মেলবোর্নের জয়টা লটারি ছাড়া আর কিছুই না। এই ম্যানেজেমেন্টকে টিকে থাকতে হলে একটা সঠিক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিততে হবে।" ভনের সাফ কথা, "বাজ-বেনকে নিজেদের জায়গা ধরে রাখতে হলে এই সপ্তাহে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে। আমি জানি সবার মধ্যেই বাজকে ধরে রাখার একটা চেষ্টা আছে। কিন্তু সিডনিতে ভালো কিছু না করলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাশেজে লজ্জার হারের পর মৃত্যুঘণ্টা বেজে গেল বাজবলের!
  • প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভন মনে করছেন, হেড কোচ ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসের হাতে আর একটি ম্যাচই রয়েছে।
  • এই ম্যাচে চমকপ্রদ কিছু না করতে পারলে কোনও একজনকে দায়িত্ব ছাড়তে হতে পারে।
Advertisement