সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসও বাকি নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া নামবে ট্রফি ধরে রাখার লক্ষ্যে। তার আগে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ফেভারিট হিসাবে বেছে নিলেন ভারতকে। তাঁর মতে, বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বরুণ চক্রবর্তী।
এবার SA20 লিগে প্রথমবারের মতো কোচের ভূমিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন তিনি। শনিবার বোল্যান্ড পার্কে সেই লিগের ম্যাচের পর মহারাজ বলেন, "ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। এর থেকে ভালো কিছু হতে পারে না। সব সময়ই আমার ফেভারিট দল ভারত। শক্তিশালী স্পিন বিভাগ রয়েছে তাদের। বরুণ চক্রবর্তী যদি ফিট থাকে, তাহলে দলের জন্য সব দিক থেকে ভালো।"
৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের দলে চার স্পিনার রয়েছেন। বরুণ চক্রবর্তী ছাড়াও রয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনাররা। এর মধ্যে অক্ষর, ওয়াশিংটনরা ব্যাট হাতেও দক্ষ। তবে সৌরভের নজর বরুণের দিকে। কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ের এভারেস্টে চড়েছিলেন বরুণ। এরপর নভেম্বরের শুরুতেও বোলারদের টি-২০ র্যাঙ্কিংয়েও শীর্ষে ছিলেন। তারপর থেকে একেই রয়েছেন। ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৫টি উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ৬.৯৫। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১০ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি।
অধিনায়ক, মেন্টর, ডিরেক্টর অফ ক্রিকেট, বিসিসিআই প্রেসিডেন্ট - সব ভূমিকাতেই সাফল্য পেয়েছেন। কিন্তু হেডকোচ হিসাবে তাঁর নতুন যাত্রা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, "জীবনে প্রথমবারের মতো কোচের ভূমিকায় রয়েছি। দায়িত্বটা বেশ উপভোগও করছি। পার্থ জিন্দাল (দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক) আমার ঘনিষ্ঠ। তিনিই আমাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তাতে রাজিও হয়ে যাই। তবে নতুন দায়িত্ব নিয়ে শিখছি। দেশের হয়ে অনেক ম্যাচ খেলেছি। নেতৃত্ব দিয়েছি। কিন্তু কোচিং করানোটা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। এখানে কোচিং করানোর সঙ্গে শিখছিও।"
