দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের শুরুটা ভালো হয়নি কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রথম দু'টি ম্যাচে হেরে যায় প্রিটোরিয়া ক্যাপিটালস। কিন্তু দলের কোচের নাম যে সৌরভ। যিনি জানেন কীভাবে কামব্যাক করতে হয়। আর সেই মন্ত্রেই দক্ষিণ আফ্রিকার লিগে টানা তিন ম্যাচ জিতলেন আন্দ্রে রাসেলরা। বোনাস পয়েন্ট-সহ জিতে লিগ টেবিলে শীর্ষে প্রিটোরিয়া। সোমবার তারা হারাল মুম্বই কেপটাউনকে।
সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে প্রিটোরিয়া তোলে ১৮৫ রান। ডেওয়াল্ড ব্রেভিস ৩৪ ও শেরফিন রাদারফোর্ড ৫৩ রান করেন। জবাবে মুম্বই কেপটাউনের ইনিংস থেমে যায় ১৩২ রানে। রেজা হেনরিক্সের ৬৮ রান ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। গেইডন পিটার্স ৩২ রানে ৩ উইকেট তোলেন। ৫৩ রানে ম্যাচ জিতে লিগ শীর্ষে প্রিটোরিয়া। ৮ ম্যাচে সৌরভের দলের পয়েন্ট ২০। অন্যদিকে ৮ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১০।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিয়ম অনুযায়ী ম্যাচ জিতলে পাওয়া যায় ৪ পয়েন্ট। তার সঙ্গে থাকে একটি বোনাস পয়েন্ট। তবে তার জন্য বিপক্ষ দলের থেকে ১.২৫ গুণ বেশি রান রেট থাকতে হয়। সৌরভের দল ৪টি জিতেছে, ৩টি হেরেছে। একটি ম্যাচ বাতিল হয়েছে। সেই ম্যাচে ২ পয়েন্ট পেয়েছিল। আর দু'টি ম্যাচে বোনাস পয়েন্ট পেয়েছে।
সম্প্রতি সৌরভ বলেছিলেন, "আমিও শিখছি। আমি প্রচুর ম্যাচ খেলেছি, নেতৃত্ব দিয়েছি। কিন্তু এটা সম্পূর্ণ অন্য জিনিস। আমি কোচিং করাতে করাতে অনেক কিছু শিখছি।" তার প্রমাণও দিলেন 'দাদা'। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে রয়েছেন সৌরভ। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের অর্ধেক মালিকানা রয়েছে তাদের হাতে। এবছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বে জেএসডব্লু স্পোর্টস, তাই সংস্থার ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভকেই বসানো হয় হেডকোচের পদে। অধিনায়ক, প্রশাসকের পাশাপাশি এবার কোচিংয়েও সাফল্যের পথে 'দাদা'।
