shono
Advertisement
Riyan Parag

'আগে দেশভক্ত হও', অভিষেকের আগেই প্রাক্তন ক্রিকেটারের তোপের মুখে রিয়ান

দলে সুযোগ না পাওয়ায় বিশ্বকাপ দেখবেন না বলে জানিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 07:47 PM Jul 02, 2024Updated: 08:12 PM Jul 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ের আনন্দে এখনও বুঁদ হয়ে রয়েছেন দেশের ক্রিকেটভক্তরা। উৎসবের পালা শেষ হতে না হতেই ৬ জুলাই থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ঘটতে পারে প্রতিশ্রুতিমান ক্রিকেটার রিয়ান পরাগের (Riyan Parag)। কিন্তু তার আগেই তোপের মুখে পড়লেন আসামের ক্রিকেটার।

Advertisement

আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন রিয়ান। একই সঙ্গে নানা বিতর্কেও জড়িয়েছেন ২২ বছর বয়সি ক্রিকেটার। কখনও বলিউডের নায়িকা অনন্যা পাণ্ডে, সারা আলি খানদের 'হট' ভিডিও দেখার সার্চ ইতিহাস ভাইরাল হয়ে যায়। আবার বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে তিনি বলেছিলেন, "সত্যি কথা বলতে আমি বিশ্বকাপ দেখতে চাই না। আমি শুধু দেখব শেষ পর্যন্ত বিশ্বকাপ কে জেতে? তাতেই আমার শান্তি। যখন আমি বিশ্বকাপের দলে থাকব, তখন এসব নিয়ে ভাবব। তখন দেখা যাবে সেমিফাইনালে কারা ওঠে!”

[আরও পড়ুন: রোহিতের এক ফোনেই বদলেছিলেন সিদ্ধান্ত, বিশ্বজয়ের পর অধিনায়ককে ‘ধন্যবাদ’ দ্রাবিড়ের]

এবার সেই কথার সূত্র ধরে পালটা দিলেন জাতীয় দলের প্রাক্তন বোলার এস শ্রীসন্থ (S Sreesanth)। যিনি ২০০৭-র বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন। মিসবা-উল-হকের ম্যাচ ধরে বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন শ্রীসন্থ। এবার তিনি নাম না করে তোপ দাগলেন রিয়ানের উদ্দেশে। প্রাক্তন বোলার বলেন, "কিছু উঠতি তারকা বলেছিল, তারা বিশ্বকাপ দেখবেন না। কারণ তারা দলে সুযোগ পাননি। আমি বলব, প্রথমে দেশভক্ত হও। তার পর ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখিও। যাঁরা দল নির্বাচন করেছেন, তাঁদের সবসময় সমর্থন করতে হবে।"

[আরও পড়ুন: রোহিতদের কীর্তিতে গর্বিত সুনীল ছেত্রী, কেন নীরবেই সেলিব্রেট করলেন বিশ্বজয়?]

এদিকে জিম্বাবোয়ে সফরে সুযোগ পেয়েই মুখ খুলেছেন রিয়ান। তাঁর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। কিছুটা অভিমানও আছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, "এতটা ট্রোলের আমার প্রাপ্য ছিল না। কিন্তু আমি কী করতাম? লোকে যা খুশি তাই বলতে পারে। গত বছর ওরা বলত, আমি ভালো প্লেয়ার নই। আর এখন ওরা আমাকেই চাইছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বজয়ের উৎসবের পালা শেষ হতে না হতেই ৬ জুলাই থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফর।
  • পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ঘটতে পারে প্রতিশ্রুতিমান ক্রিকেটার রিয়ান পরাগের।
  • তার আগেই তোপের মুখে পড়লেন আসামের ক্রিকেটার।
Advertisement