shono
Advertisement
IPL Opening Ceremony 2025

আজ ইডেনের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-বিরাট ‘চ্যাট শো’, আর কী সারপ্রাইজ থাকছে?

কোহলিকে নিজের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’-এর নাচের স্টেপ পর্যন্ত শিখিয়েছিলেন শাহরুখ।
Published By: Sulaya SinghaPosted: 11:36 AM Mar 22, 2025Updated: 01:40 PM Mar 22, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁকে ডাকেন, বলিউডের ‘দামাদ’ বলে! বঙ্গীয় তর্জমা যার দাঁড়ায়, বলিউডের জামাই। ‘বাদশা’ নিজেই একবার বলেছিলেন যে, বিরাট কোহলিকে তিনি চেনেন, অনুষ্কা শর্মার সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের প্রণয়ের দিন থেকে। শুধু তাই নয়, কোহলিকে (Virat Kohli) নিজের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’-এর নাচের স্টেপ পর্যন্ত শিখিয়েছিলেন শাহরুখ। এবার শনিবাসরীয় ইডেন গার্ডেন্সে বলিউড বাদশার উপর আরও একটা গুরুভার পড়তে চলেছে।

Advertisement

বিরাট কোহলির সঙ্গে কথোপকথনের দায়ভার। তাঁর সঙ্গে ‘চ‌্যাট শো’-এ বসার গুরুদায়িত্ব! প্রথমেই বলে রাখা যাক, অষ্টাদশ আইপিএল আর পাঁচটা আইপিএলের মতো নয় মোটে। শনিবারের পর থেকে আইপিএল পূর্ণ যুবক হয়ে যাবে, বয়স হবে তার আঠারো! যে কারণে, এবারের আইপিএল-কে নানাদিক থেকে চিরস্মরণীয় করে রাখার প্রাণান্ত চেষ্টা করছে ভারতীয় বোর্ড (BCCI)। তা, একসঙ্গে তেরোটা আইপিএল কেন্দ্রে প্রথম ম‌্যাচের দিন ‘উদ্বোধনী’ অনুষ্ঠান (IPL Opening Ceremony 2025) আয়োজন করেই হোক, কিংবা শাহরুখকে দিয়ে কলকাতার সরকারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করিয়ে। আর সেখানেই সমস্ত কিছু শেষ হচ্ছে না। শনিবাসরীয় উদ্বোধনী অনুষ্ঠানের যে ‘ফ্লো চার্ট’ প্রকাশ‌্য হয়েছে, তাতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের প্রায় শেষ লগ্লে একখানা ‘চ‌্যাট শো’ হবে। যেখানে দু’দলের ক্রিকেটারদের মঞ্চে ডেকে নেবেন শাহরুখ।

সিএবির প্রভাবশালী এক কমিটি চেয়ারম‌্যান মারফত জানা গেল, আরসিবি থেকে যাঁর নাম পড়বে, তিনি বিরাট কোহলি! অর্থাৎ অভূতপূর্ব এ চ‌্যাট শোয়ে শাহরুখ বসবেন বিরাট কোহলির সঙ্গে! কেকেআরের থেকে নাকি থাকতে পারেন উদীয়মান তারকাদের কেউ। সিএবি-র সেই প্রভাবশালী কমিটির চেয়ারম‌্যানের ধারণা, নামটা নাকি রিঙ্কু সিং। আইপিএল বরাবরই ক্রিকেট আর বিনোদনের মোহনা বলে পরিচিত। কিন্তু তাই বলে বলিউড বাদশার সঙ্গে ক্রিকেটের রাজা যে যুগপৎ মোহিনী মূর্ছনা করতে চলেছেন, কে জানত? লিখলাম না, আইপিএলের অষ্টাদশ সংস্করণকে অননুকরণীয় করে রাখতে কোনও ত্রুটি রাখছে না ভারতীয় বোর্ড।

আইপিএলের ১৮ বছর উপলক্ষ‌ে কেক কাটা হবে, বেলুন ওড়ানো হবে, ড্রোন শো হবে, দিশা পাটানির নাচ, শ্রেয়া ঘোষালদের গান হবে। দুই টিমের দুই অধিনায়ক, অর্থাৎ কেকেআরের অজিঙ্ক রাহানে এবং আরসিবির রজত পাতিদারকে আলাদা করে মঞ্চে ডাকা হবে। ট্রফি ও দুই অধিনায়কের সঙ্গে ছবি-টবিও তুলবেন শাহরুখ। কিন্তু সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে মায়াবী হবে প্রথমটা। সর্বাগ্রে যার কথা লিখলাম। শাহরুখ-বিরাট শো!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোহলিকে নিজের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’-এর নাচের স্টেপ পর্যন্ত শিখিয়েছিলেন শাহরুখ।
  • এবার শনিবাসরীয় ইডেন গার্ডেন্সে বলিউড বাদশার উপর আরও একটা গুরুভার পড়তে চলেছে।
  • দু’দলের ক্রিকেটারদের মঞ্চে ডেকে নেবেন শাহরুখ।
Advertisement