shono
Advertisement

Breaking News

Steve Smith

দাপুটে সেঞ্চুরিতে অ্যাশেজে ব্র্যাডম্যানের রেকর্ড তাড়া স্মিথের, সিডনি টেস্টেও পাল্লা ভারী অজিদের

এই প্রথম একই টেস্টে সেঞ্চুরি করলেন রুট ও স্মিথ।
Published By: Arpan DasPosted: 02:07 PM Jan 06, 2026Updated: 06:58 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মঞ্চে জো রুট ও স্টিভ স্মিথ (Steve Smith)। একজন নজির গড়লে অন্যজন বাদ যান কেন? ইংরেজ ব্যাটারের সেঞ্চুরির জবাব অজি তারকা দিলেন সেঞ্চুরি দিয়েই। এই প্রথম একই টেস্টে সেঞ্চুরি করলেন রুট ও স্মিথ। ৩৭টা সেঞ্চুরি হয়ে গেল অজি ব্যাটারের। অ্যাশেজে এখন তিনি ডন ব্র্যাডম্যানের ঠিক পিছনে। আর যা পরিস্থিতি অ্যাশেজের পঞ্চম টেস্টও জিতে নিতে পারে অস্ট্রেলিয়া।

Advertisement

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ২১১। নজির গড়ে রুট সেঞ্চুরি করলেও বাকি ব্যাটাররা ডাহা ফেল। সেই কারণে সুযোগ পেয়েও বড় রান তুলতে ব্যর্থ তারা। ৩৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিনের শেষে অজিরা ছিল ২ উইকেটে ১৬৬। তৃতীয় দিনে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। সিডনিতে ৭ উইকেট হারিয়ে তাদের রান ৫১৮। ট্র্যাভিস হেড করেন ১৬৩ রান। স্টিভ স্মিথ অপরাজিত আছেন ১২৯ রানে।

সব মিলিয়ে অ্যাশেজ সিরিজে স্মিথের রান হল ৩৬৪৪। ৪১টি ম্যাচে ৭৩টি ইনিংস খেলেছেন তিনি। শুধু অ্যাশেজেই সেঞ্চুরি সংখ্যা ১৩, হাফসেঞ্চুরি ১৫। গড় ৫৬.৯৩। অ্যাশেজে দ্বিতীয় সর্বোচ্চ রানস্কোরার তিনি। ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জ্যাক হবসকে। ৯৬ বছর আগে যিনি ৪১টি ম্যাচে ৩৬৩৬ রান করেছিলেন। তবে অ্যাশেজের নিরিখে সবচেয়ে বেশি রান ডন ব্র্যাডম্যানের। তিনি ৩৭ ম্যাচে ৬৩টি ইনিংসে করেছিলেন ৫০২৮ রান। গড় অবিশ্বাস্য ৮৯.৭৮। ব্র্যাডম্যান ১৯টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি করেছিলেন।

স্মিথের মোট সেঞ্চুরির সংখ্যা ৩৭। অন্যদিকে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির নিরিখে রুট এখন চারে। অ্যাশেজের পঞ্চম টেস্টে তিনি ছুঁয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংকে। তাঁরও সেঞ্চুরি সংখ্যা ৪১। জ্যাক কালিস রয়েছেন তিনে। ৪৫টি টেস্ট সেঞ্চুরি রয়েছে প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডারের। চূড়ায় রয়েছেন শচীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক মঞ্চে জো রুট ও স্টিভ স্মিথ। একজন নজির গড়লে অন্যজন বাদ যান কেন?
  • ইংরেজ ব্যাটারের সেঞ্চুরির জবাব অজি তারকা দিলেন সেঞ্চুরি দিয়েই।
  • আর শুধু সেঞ্চুরি নয়, ৩৭তম সেঞ্চুরি করে অ্যাশেজে এখন তিনি ডন ব্র্যাডম্যানের ঠিক পিছনে।
Advertisement