shono
Advertisement
Ashes

অ্যাশেজে ফের জয়ের সামনে অজিরা, কপিল-পতৌদির নজির ছুঁয়ে ইংরেজদের আশাভরসা বেথেল

সিডনি টেস্টেও হারের মুখে ইংল্যান্ড।
Published By: Arpan DasPosted: 03:41 PM Jan 07, 2026Updated: 03:41 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজের শেষ টেস্টেও হারের মুখে ইংল্যান্ড। সিডনিতে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংস বেন স্টোকসদের রান ৮ উইকেট হারিয়ে ৩০২। এগিয়ে আছে মাত্র ১১৯ রানে। পঞ্চম দিনে 'মিরাকল' ছাড়া অস্ট্রেলিয়ার জয় আটকাবে না। ইংরেজদের একমাত্র আশাভরসা জ্যাকব বেথেল। ১৪২ রানে এখনও অপরাজিত রয়েছেন তিনি। ছুঁয়ে ফেলেছেন কপিল দেব, ইফতিকার আলি খান পতৌদির রেকর্ড।

Advertisement

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ২১১। নজির গড়ে রুট সেঞ্চুরি করলেও বাকি ব্যাটাররা ডাহা ফেল। সেই কারণে সুযোগ পেয়েও বড় রান তুলতে ব্যর্থ তারা। ৩৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিনের শেষে অজিরা ছিল ২ উইকেটে ১৬৬। শেষ পর্যন্ত তারা ৫৬৭ রান করে। ট্র্যাভিস হেড করেন ১৬৩ রান। স্টিভ স্মিথের রান ১৩৮।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড লড়াই চালিয়েছে ঠিকই। তবে সেটা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট হবে কি? চতুর্থ দিনের শেষে তাদের রান ৩০২। লিড মাত্র ১১৯ রানের। পঞ্চম দিন সকালে স্কট বোলান্ড-বিউ ওয়েবস্টাবরা দ্রুত বাকি দু'টি উইকেট তুলে নিতে পারলে অস্ট্রেলিয়া সহজেই জয় তুলে নিতে পারে।

একমাত্র বাধা জ্যাকব বেথেল। ২২ বছর বয়সি ক্রিকেটার ১৪২ রানে অপরাজিত আছেন। এটাই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। আশ্চর্যের বিষয়, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটের সেঞ্চুরিটি না করে সরাসরি আন্তর্জাতিক মঞ্চে সেঞ্চুরি করলেন। ক্রিকেটের ইতিহাসে এই তালিকায় এর আগে নাম রয়েছে ভারতের কিংবদন্তি কপিল দেব, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার।

এখানেই শেষ নয়। বেথেলের নাম বসেছে ভারতের আরেক কিংবদন্তি ইফতিকার আলি খান পতৌদির পাশে। ২২ বছর বা তাঁর কম বয়সি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির নজির করলেন তিনি। যে রেকর্ড আগে ইফতিকার আলি খান পতৌদি ছাড়াও ডেভিড গাওয়ার, মাক আথারটন, অ্যালেস্টার কুক, বেন স্টোকসের রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যাশেজের শেষ টেস্টেও হারের মুখে ইংল্যান্ড।
  • সিডনিতে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংস বেন স্টোকসদের রান ৮ উইকেট হারিয়ে ৩০২। এগিয়ে আছে মাত্র ১১৯ রানে।
  • পঞ্চম দিনে 'মিরাকল' ছাড়া অস্ট্রেলিয়ার জয় আটকাবে না। ইংরেজদের একমাত্র আশাভরসা জ্যাকব বেথেল।
Advertisement