সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক ক্রিয়ারই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ভারত-বাংলাদেশ, দুই দেশের ক্রিকেট বোর্ডের উত্তেজনার মধ্যে এটা স্পষ্ট। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে ছাঁটাইয়ের পর বাংলাদেশ যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকী আইপিএল দেখানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশে। আর এবার 'ব্যাটে মারা'র লক্ষ্য নিল ভারতীয় সংস্থা। শোনা যাচ্ছে, পদ্মাপাড়ের ব্যাটাররা ভারতের ব্যাট প্রস্তুতকারক সংস্থা এসজি'র ব্যাট ব্যবহার করতে পারবেন না।
সংবাদমাধ্যম সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এসজি কোম্পানি বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অনেক বাংলাদেশি ব্যাটার এসজি ব্যাট দিয়ে খেলেছেন। যার মধ্যে সবচেয়ে বড় নাম লিটন দাস। তিনিই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক। জানা গিয়েছে, বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে সমস্ত কিট স্পনসরশিপ চুক্তি বাতিল করেছে এসজি। ভারতীয় কোম্পানিটি বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনও রকম আগ্রহ দেখায়নি।
বিসিসিআইয়ের নির্দেশে এবছর আইপিএল খেলা হবে না মুস্তাফিজুর রহমানের। তারপর থেকে এই বিষয়ে সুর চড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকী ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করার চেষ্টা শুরু করে তারা। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসাবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি। তাদের ম্যাচ অন্যত্র নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসি’কে চিঠি দেয় বিসিবি। নিরাপত্তার বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বোর্ড। এই নিয়ে আইসিসি থেকেও জবাব দিয়েছে। আর সেই চাপে ‘মাথা নত’ বিসিবি’র। যেভাবে সুর চড়াতে শুরু করেছিল, সেখান থেকে সরে এসে তাদের বক্তব্য, ‘গঠনমূলক আলোচনা চাই।’
ইমেলে বিসিবি জানায় যে, ভারতের বদলে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক। কেন্দ্র পরিবর্তন করা হোক। কিন্তু বাংলাদেশ বোর্ডের দাবিতে সম্মতি না-ও দিতে পারে আইসিসি। জয় শাহর আইসিসি’র সঙ্গে যে কথা হয়েছে, তা জানিয়েছে বিসিবি। এর মধ্যে জানা যায়, মুস্তাফিজুরদের ভারতে খেলার জন্য কার্যত চরম বার্তা দিয়েছে আইসিসি। নাহলে পয়েন্ট কাটা যাবে। বাংলাদেশ বোর্ড কিন্তু সেটা স্বীকার করছে না। আর এই আবহে জানা গেল, এসজি কোম্পানি বাংলাদেশের সঙ্গে চুক্তি বাতিল করছে।
ব্যাটের স্পনসর চুক্তি বাতিলের প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক মুমিনুল হক বলেন, "শুনেছি যে, লিটনের ব্যাটের স্পনসর চুক্তি বাতিল করেছে এসজি। ও আমাকে এখনও কিছু বলেনি। এ ব্যাপারে ও কোনও সিদ্ধান্ত নিলে অবশ্যই জানতে পারব।" উল্লেখ্য, বাংলাদেশে ভারতের ক্রীড়া সামগ্রীর বিশাল বাজার। ক্রিকেট তো বটেই, হকির খেলার সামগ্রীও ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়। লিটনদের স্পনসর থেকে সরে গেলে এসজি কোম্পানির ব্যাট বিক্রিতে ভাটা পড়তে পারে বাংলাদেশে। মনে করা হচ্ছে, এই জায়গা দখল নিতে পারে দেশটির সিএ বা এমকেএস। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের কোম্পানি এই সিএ।
