shono
Advertisement

Breaking News

Bangladesh T20 World Cup

ভারতে না খেলায় অনড় বাংলাদেশ, 'বন্ধু' পাকিস্তানের উদাহরণ দিয়ে বিসিবি বলছে, 'মর্যাদায় আপস নয়'

সরকারের চাপে ফের অবস্থান বদল করছে বাংলাদেশ বোর্ড।
Published By: Subhajit MandalPosted: 08:29 PM Jan 07, 2026Updated: 08:29 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ জুড়ে এখন মৌলবাদের চাষ। নিত্য সংখ্যালঘু নির্যাতন, ভারত বিদ্বেষ। তবু পাকিস্তানের মতো বাংলাদেশের জন্য সবরকম কূটনৈতিক দরজা বন্ধ করেনি ভারত। এখনও কূটনৈতিক স্তরে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনার রাস্তা খোলা আছে। কিন্তু বাংলাদেশ উঠেপড়ে লেগেছে নিজেদের পাকিস্তানের মতো পর্যায়ে নামিয়ে নিয়ে যেতে। ভারতে খেলতে না আসার অজুহাত হিসাবে তাঁরা 'বন্ধু'দেশ পাকিস্তানের ভারতে না আসাকেই হাতিয়ার করছে। বাংলাদেশের যুক্তি পাকিস্তান যদি ভারতে খেলতে না এসে ছাড় পায়, তাহলে বাংলাদেশ কেন পাবে না?

Advertisement

মঙ্গলবার রাতেই আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কিন্তু ভারত থেকে ম্যাচ সরানো সম্ভব নয়। সেই চিঠি পাওয়ার পর কিছুটা সুর নরম করেছিল বিসিবি। বাংলাদেশ বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে বোর্ড আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে চায়। এক্ষেত্রে আইসিসি’র সঙ্গে পেশাদারিভাবে ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যোগাযোগ রাখতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে অঙ্গীকারবদ্ধ।' অর্থাৎ স্পষ্টতই সুর নরম করে বিসিবি।

কিন্তু বোর্ডের সুর নরম দেখেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের শীর্ষ কর্তাদের তলব করেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি ফের সাফ বলে দেন, কোনওভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। তাঁর কথায়, "আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনও আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই।’

বিসিবি স্বীকার না করলেও আসিফ নজরুল কার্যত স্বীকার করে নিয়েছেন, আইসিসি তাঁদের দাবি খারিজ করে দিয়েছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার বক্তব্য, "আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা বুঝতে পারেনি। আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু না, এটা জাতীয় অবমাননা ইস্যু।" একই সঙ্গে আসিফ নজরুল দাবি করেছেন, বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে চায়। এটা তাঁদের অর্জন করা। পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বলছেন, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, আবার পাকিস্তান যদি ভারতে বিশ্বকাপ খেলতে না আসে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা কীসের?" আসিফ নজরুল জানিয়েছেন, ফের ভেন্যুবদলের দাবিতে আইসিসিকে ইমেল করবেন তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার রাতেই আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
  • সেই চিঠি পাওয়ার পর কিছুটা সুর নরম করেছিল বিসিবি।
  • কিন্তু বোর্ডের সুর নরম দেখেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের শীর্ষ কর্তাদের তলব করেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
Advertisement