সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরোপুরি সুস্থ শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ানক চোট পেয়েছিলেন। মনে করা হয়েছিল অন্তত তিনমাস সময় লাগবে মাঠে ফিরতে। কিন্তু দু’মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন তিনি। বিসিসিআইয়ের ছাড়পত্র পেয়ে গেলেন ৩১ বছরের এই ক্রিকেটার। সেন্টার অফ এক্সেলেন্স তাঁকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে। ফলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাঁর খেলার ব্যাপারে কোনও অনিশ্চয়তা রইল না।
১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত। সেখানে শর্তসাপেক্ষে সহ-অধিনায়ক রাখা হয় শ্রেয়সকে। তবে সিওই তাঁকে ফিট ঘোষণা করায় আসন্ন সিরিজেই নীল জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি।
বিজয় হাজারেতে চোট সারিয়ে ফিরে মুম্বইয়ের হয়ে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। তিনি প্রমাণ করেন ফর্ম টেম্পোরারি, ক্লাস পারমানেন্ট। চোটের জন্য দীর্ঘদিন দলে ছিলেন না। জাতীয় দলে ফেরার জন্য বিজয় হাজারে ট্রফিতে ফিটনেস পরীক্ষা দিতে হত। শুধু ফিটনেস পরীক্ষা নয়, রানের পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ তিনি। আর বুধবার তাঁকে ফিট ঘোষণা করা হল।
চোটের জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ছিলেন তিনি। সেখানেই দ্রুত হয়ে ফিট হয়ে উঠেছেন। রিটার্ন টু প্লে ম্যাচ সিমুলেশনও হয় তাঁর। ৫০ ওভারের সেই ম্যাচেও খেলেন শ্রেয়স। এরপর ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে নেমে ৫৩ বলে ৮২ রান করেন। মারেন ১০টি চার ও ৩টি ছয়। এমন দুর্ধর্ষ ইনিংসের পর মেডিক্যাল টিম তাঁকে সবুজ সংকেত দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নামবেন তিনি।
