সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে ফের অজিদের কাছে আত্মসমর্পণ করেছে ভারত। ৩৬ অলআউটের লজ্জা এড়ানো গেলেও, ১০ উইকেটে টেস্ট হেরেছেন রোহিত শর্মারা। তার পরেই সুনীল গাভাসকরের তোপের মুখে টিম ইন্ডিয়া। কিংবদন্তি ব্যাটারের কটাক্ষ, অস্ট্রেলিয়ায় এসে হোটেলে বসে থাকলে হবে না।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় টেস্টে পর্যুদস্ত হয়েছে ভারত। কঠিন হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ। এহেন পরিস্থিতিতে রোহিতদের কড়া ভাষায় তোপ দেগেছেন গাভাসকর। তাঁর কথায়, "এবার ভুলে যেতে হবে এটা পাঁচ ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজ ভেবে জেতার চেষ্টা করতে হবে। অ্যাডিলেড টেস্টের যে দুটো দিন বাকি রয়ে গেল, সেই দুটো দিন অনুশীলনের জন্য ব্যবহার করুক ভারত।"
কিংবদন্তি ব্যাটারের তোপ, "এখানে ক্রিকেট খেলতে এসেছ। তাই হোটেলে বসে থাকা চলবে না। বলছি না যে সারাদিন প্র্যাকটিস করতে হবে। সকাল বা দুপুরে একটা সেশনে অনুশীলন করাই যায়। কিন্তু এই দুটো দিন কোনওভাবেই নষ্ট করা যাবে না।" গাভাসকর মনে করিয়ে দিয়েছেন, আগামী দুদিন মাঠে নেমে সারাদিন খেলার কথা ছিল বিরাট কোহলিদের। ম্যাচ শেষ বলেই মাঠ থেকে দূরে থাকবেন ক্রিকেটাররা, সেটা মোটেই সমর্থন করেন না গাভাসকর। তাঁর মতে, কোচ বা অধিনায়ককেই সিদ্ধান্ত নিতে হবে এই দুদিনে অনুশীলন করানোর বিষয়ে। কারণ ঐচ্ছিক প্র্যাকটিস থাকলে অধিকাংশ ক্রিকেটারই নিজের ঘরে বসে থাকবেন বল অনুমান সানির।
তবে গাভাসকরের এমন মন্তব্যের পরেই দেখা যায়, মাঠে নেমে পড়েছেন বিরাট। প্রিয় অ্যাডিলেডে দুই ইনিংসে যথাক্রমে ৭ এবং ১১ রান করেছেন তিনি। রবিবার দুপুরে ম্যাচ শেষ হওয়ার পরে অ্যাডিলেডেই অনুশীলন শুরু করে দেন কিং কোহলি। ক্রিকেটের প্রতি বিরাটের এমন দায়বদ্ধতা দেখে মুগ্ধ গাভাসকর। প্রাক্তন ক্রিকেটার সাফ জানান, ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের উচিত বিরাটের পদাঙ্ক অনুসরণ করা। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ব্রিসবেন টেস্টে রান পাবেন বিরাট, আশাবাদী গাভাসকর।