সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই চেনা মহম্মদ শামি। আবার ব্যাট হাতে অভিষেক পোড়েলের ঝোড়ো ইনিংস। দুইয়ের দাপটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) সহজেই জয় পেল বাংলা। যোগ্য সঙ্গে দিলেন শাহবাজ আহমেদ, অধিনায়ক সুদীপ কুমার ঘরামিরাও। রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে মুস্তাক আলির নক আউটে উঠে গেল বাংলা।
রাজকোটে নামার আগে শামিদের কাছে অঙ্কটা ছিল খুব সহজ। রাজস্থানকে হারাও এবং নক আউটে চলে যাও। রান রেটে কিছুটা পিছিয়ে থাকলেও, সেটা আর গুরুত্বপূর্ণ ছিল না সুদীপ কুমার ঘরামিদের জন্য। আর সেখানে শুরুতেই কাজটা সহজ করে দিয়েছিলেন শামিরা। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। শুরুতেই আঘাত হানেন শামি। প্রথম ওভারেই ফিরিয়ে দেন অভিজিৎ তোমারকে। সায়ন ঘোষের বলে ফিরে যান আরেক ওপেনার ভরত শর্মা। দীপক হুডার সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠা কার্তিক শর্মাকে ফেরান শাহবাজ আহমেদ। তার পর আরও দুটি উইকেট তুলে নেন শামি। রাজস্থানকে মাত্র ১৫৩ রানে বেঁধে ফেলে বাংলা।
জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক পোড়েল। মুস্তাক আলিতে বিধ্বংসী ফর্মে আছেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হল না। করণ লাল রান না পেলেও ৪৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন অভিষেক। ম্যাচের সেরাও তিনি। ৭টি চারের পাশাপাশি ৪টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ৪৫ বলে করেন অপরাজিত ৫০ রান। দুজনের দাপটে জয়ের কাছে পৌঁছে যায় বাংলা। শেষের দিকে ১২ বলে ১৮ রান করেন শাহবাজ আহমেদ। ৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। বাংলা জেতে ৭ উইকেটে। সেই সঙ্গে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে চলে গেল সুদীপ ঘরামির দল।