shono
Advertisement
Syed Mustaq Ali Trophy

ধোনির 'উত্তরসূরি'র বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখার ম্যাচ বাংলার, খেলতে পারেন আকাশদীপ

প্রথম ম্যাচে জয় এসেছে বরোদার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:13 AM Nov 28, 2025Updated: 01:18 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে জয় এসেছে বরোদার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে সেসব নিয়ে আর ভাবতে চাইছে না টিম বাংলা। আপাতত সৈয়দ মুস্তাক আলি (Syed Mustaq Ali Trophy) টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে জয়ে ফোকাস করছেন দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। হায়দরাবাদ থেকে ফোনে বলছিলেন, "সবে একটা ম্যাচ হয়েছে। এখনও অনেকটা পথ বাকি। আপতত শুক্রবার ভালো খেলা ছাড়া অন্য কোনও ভাবনা নেই আমাদের।"

Advertisement

প্রথম ম্যাচ জিতেছে গুজরাটও। বলা ভালো, প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। আসলে সার্ভিসেসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ১২.৩ ওভারে ১৮২-২ স্কোর করেছে গুজরাট। ক্যাপ্টেন উর্ভিল প্যাটেল ওপেন নেমে করেন ১১৯ ন.আ.। তাঁর ৩৭ বলের ইনিংস সাজানো ছিল এক ডজন চার এবং দশটি ছক্কায়। ইডেনে রনজি ম্যাচে সেঞ্চুরি করেও বাংলার বিরুদ্ধে দলের হার এড়াতে পারেননি উর্ভিল। এবার নিজের প্রিয় ফরম্যাটে সেই হারের বদলা নিতে চাইবেন তিনিও।

বঙ্গ শিবির অবশ্য সেসব নিয়ে ভাবছে না। কোচ লক্ষ্মীরতন বলছিলেন, "আমি কখনই প্রতিপক্ষ নিয়ে ভাবনাচিন্তা করি না। ম্যাচ জিততে হলে নিজেদের ভালো খেলতে হবে।" বৃহস্পতিবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আকাশ দীপ। শুক্র-সকালে তাঁর ফিটনেস টেস্ট হবে। পাশাপাশি দীর্ঘদিন আকাশ সাদা বলের ম্যাচ খেলেননি। তাই গুজরাটের বিরুদ্ধে তাঁকে খেলানো নিয়ে সাবধানী বাংলা। আকাশ খেললে বসতে পারেন সক্ষম চৌধুরি।

উল্লেখ্য, ইডেনে রনজি ম্যাচ খেলতে এসে শুধু সেঞ্চুরি হাঁকানো নয়, উইকেটকিপারের দস্তানা হাতেও হইচই ফেলে দিয়েছিলেন উর্বিল। অবিকল মহেন্দ্র সিং ধোনির কায়দায় স্টাম্পিং করেছিলেন শাহবাজ আহমেদকে। সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন, উর্বিল যেন ‘জুনিয়র থালা’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ম্যাচ জিতেছে গুজরাটও। বলা ভালো, প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে।
  • বৃহস্পতিবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আকাশ দীপ। শুক্র-সকালে তাঁর ফিটনেস টেস্ট হবে।
  • ইডেনে রনজি ম্যাচ খেলতে এসে শুধু সেঞ্চুরি হাঁকানো নয়, উইকেটকিপারের দস্তানা হাতেও হইচই ফেলে দিয়েছিলেন উর্বিল।
Advertisement