দেবাশিস সেন, গায়ানা: আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল শেষ পর্যন্ত। বৃষ্টিবিঘ্নিত গায়ানায় পিছিয়ে গেল বিশ্বকাপ সেমিফাইনালে (ICC T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড ম্যাচের টস। ফলে এখন মাঠের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ক্রিকেটভক্তদের। বলা যেতে পারে, প্রতীক্ষা আরও বাড়ল। কখন টস হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
কখনও মেঘ, কখনও বৃষ্টি। বর্তমানে এটাই গায়ানার অবস্থা। হঠাৎ করেই বৃষ্টি নামছে। আবার কিছুক্ষণ পরেই সব বন্ধ। টসের কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে যাওয়ায় আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। কিন্তু তাতেই বা সুবিধা হল কোথায়? বৃষ্টি থামলেও খেলা শুরু করার অবস্থা নেই এই মুহূর্তে। মাঠকর্মীর সঙ্গে কথা বলতে দেখে গেল একজন আম্পায়ারকে। পিচ থেকে কভারও সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও ঘোষণা করা হয়নি।
[আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ম্যাচে কেন নেই রিজার্ভ ডে? আলাদা নিয়ম নিয়ে মুখ খুলল আইসিসি]
তবে ম্যাচ ১০ ওভারে হওয়ার সম্ভাবনাও থাকছে। সেক্ষেত্রে রাত ১টা ৪৪-এ ম্যাচ শুরু হতে পারে। আর ২০ ওভারের ম্যাচের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা রাত ১২টা ১০। তবে তাতেও যদি ম্যাচের ফল না পাওয়া যায়, সেক্ষেত্রে ভারতই যাবে ফাইনালে। সুপার এইটে নিজেদের গ্রুপে শীর্ষে ছিলেন রোহিতরা। অন্যদিকে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। ফলে সব নজর এখন গায়ানার দিকেই।