আশঙ্কাই সত্যি হল। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স (Pat Cummins)। বিশ্বকাপের আগে তাঁকে ফিট করার চেষ্টা করছিলেন অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল স্টাফরা। যদিও শেষরক্ষা হল না। বিশ্বকাপের মেগা আসরে নামার আগে বড়সড় ধাক্কা খেল অজি বাহিনী। তাঁর জায়গায় ১৫ জনের দলে জায়গা পেয়েছেন বেন ডোয়ারশুইস। তবে জায়গা পাননি স্টিভ স্মিথের মতো তারকা। মিচেল মার্শের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।
শনিবার সরকারিভাবে বিশ্বকাপের (T20 World Cup 2026) দল ঘোষণা করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। এক বিবৃতিতে নির্বাচক টনি ডোডেমেইড বলেন, 'পিঠের চোট থেকে প্যাটের সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তাই ওর জায়গায় সুযোগ পেয়েছে বেন। ওর মতো বাঁহাতি পেসার দলের শক্তি বৃদ্ধি করবে। তাছাড়াও ও অসাধারণ ফিল্ডার। লোয়ার অর্ডারে দ্রুত রান করতে পারে। আমাদের আশা, ওর সুইং বোলিং এবং গতির পরিবর্তন উপমহাদেশের উইকেটে কার্যকরী হবে।'
এক বিবৃতিতে অজি নির্বাচক বলেন, 'পিঠের চোট থেকে প্যাটের সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে।'
উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের আগে পিঠে চোট পেয়েছিলেন কামিন্স। সেই চোট সেরে না ওঠায় অ্যাশেজের পাঁচ টেস্টের মধ্যে চারটিতে খেলতে পারেননি তিনি। কামিন্স ছাড়াও উদ্বেগ ছিল জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে। যদিও দুই তারকাকে নিয়ে চোট-সংশয় দূর হয়েছে। দলে ফিরেছেন তাঁরা। তাছাড়া অফফর্মে থাকা ম্যাথু শর্টকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশকে। তবে বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে থাকা স্টিভ স্মিথকে না দেখে অনেকেই অবাক হয়েছেন।
অজি নির্বাচক আরও বলেন, 'শ্রীলঙ্কায় খেলা রয়েছে আমাদের। সেখানে স্পিন সহায়ক উইকেট থাকার সম্ভাবনা প্রবল। টপ অর্ডারে কারা নামবে সেটা প্রায় ঠিক হয়ে গিয়েছে। মিডল অর্ডারের জন্য রেনশকে নেওয়া হয়েছে। প্রতিযোগিতার শুরুর দিকে চোট সারিয়ে ফেরার কথা টিম ডেভিডের। ওর অনুপস্থিতিতে রেনশ মিডল অর্ডারে নামতে পারে।'
অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
