shono
Advertisement
India vs England 2nd Test

টেস্টেও ভোগাচ্ছে আইপিএলের 'বদভ্যাস'! সমস্যা কাটাতে অভিনব প্রস্তুতি টিম ইন্ডিয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের পর ইংল্যান্ডে গিয়েছেন বুমরাহরা।
Published By: Arpan DasPosted: 02:37 PM Jul 01, 2025Updated: 05:19 PM Jul 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে ডুবেছিল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের পর ইংল্যান্ডে গিয়েছেন বুমরাহরা। সাদা বলের এই 'বদভ্যাস' কি ইংল্যান্ডে অস্বস্তিতে ফেলছে ভারতের বোলারদের? উত্তরটা যাই হোক না, সাদা বলের অভ্যাস কাটানোর জন্য অভিনব প্র্যাক্টিসে ডুবে বুমরাহ-অর্শদীপরা।

Advertisement

অনুশীলনে দেখা যায়, ভারতের পেসাররা দুই রংয়ের একটি বলে প্র্যাক্টিস করছেন। এই বল পরিচিত 'টু কালারড বল' নামে। যার একদিকের রং লাল, অন্যদিকে সাদা। লাল রংয়ের বলে টেস্ট ক্রিকেট খেলা হয়। আর এই দুইয়ের ভারসাম্য দিয়েই টেস্টের বোলিং প্রস্তুতিতে ভারতীয় দল। যাতে সাদা বলে বল করার সময় যে সাধারণ প্রবণতাগুলো তৈরি হয়, সেটা কাটানো যায়। সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন।

কিন্তু কেন এই লাল-সাদা বলে অনুশীলন করছেন ভারতের পেসাররা? দুশখাতে জানান, "এই বিষয়টা নতুন নয়। সব প্রস্তুতকারী সংস্থাই এই ধরনের বল বানায়। আমরা চাইছি গোড়ার বিষয়টা ঠিক করতে। এই ধরনের বলে অনুশীলনে সেটা করা সম্ভব হয়। আমাদের বোলাররা দীর্ঘ আইপিএল মরশুম ও ওই ধরনের ক্রিকেটের ফলে তৈরি হওয়া বদভ্যাস কাটাতে চাইছে। যাতে টেস্টে তার কোনও প্রভাব না পড়ে। তাই বোলিং কোচ মর্কেল ও বাকি বোলাররা সেভাবে অনুশীলন করছে। আমরা গত দুই সপ্তাহ ধরে সেভাবে অনুশীলন করছি।"

ইংল্যান্ডে প্রথম টেস্ট হেরেছে ভারত। জশপ্রীত বুমরাহ ছাড়া কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। ৩৭১ রান তাড়া করে ইংল্যান্ড ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে যায়। তার উপর শোনা যাচ্ছে, এজবাস্টনে বুমরাহ নাও খেলতে পারেন। নতুন বলের অনুশীলনে কি বোলিং দুরবস্থা কাটাতে পারবে টিম ইন্ডিয়া?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে ডুবেছিল টিম ইন্ডিয়া।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের পর ইংল্যান্ডে গিয়েছেন বুমরাহর। সাদা বলের এই 'বদভ্যাস' কি ইংল্যান্ডে অস্বস্তিতে ফেলছে ভারতের বোলারদের?
  • উত্তরটা যাই হোক না, সাদা বলের অভ্যাস কাটানোর জন্য অভিনব প্র্যাক্টিসে ডুবে বুমরাহ-অর্শদীপরা।
Advertisement