shono
Advertisement

Breaking News

Rashid Khan

হারিয়ে যায়নি রহস্য, বিশ্বকাপের আগে দাবি আফগানিস্তানের 'জাদু স্পিনার' রশিদ খানের

বিগত দু’বছর ধরে জল্পনার তেজটা ক্রমশ বাড়ছে। বলা হচ্ছে, আফগানিস্তানের জাদু স্পিনার রশিদ খান আর আগের মতো নেই। কিন্তু আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়ক সেসব তত্ত্বে বিন্দুমাত্র আমল দিলে তো? 
Published By: Prasenjit DuttaPosted: 12:01 PM Jan 30, 2026Updated: 02:03 PM Jan 30, 2026

বিগত দু’বছর ধরে জল্পনার তেজটা ক্রমশ বাড়ছে। বলা হচ্ছে, আফগানিস্তানের জাদু স্পিনার রশিদ খান আর আগের মতো নেই। তাঁর বোলিংয়ের রহস‌্য, তাঁর স্পিন ইন্দ্রজাল, এখন আর ব‌্যাটারের কাছে দুর্বোধ‌্য মনে হয় না মোটেও। যে দাবির প্রামাণ‌্য নথি হিসেবে ব‌্যবহার করা হয়, গত দু’টো আইপিএল পরিসংখ‌্যান। যা রশিদোচিত ছিল না মোটেও। কিন্তু আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়ক সেসব তত্ত্বে বিন্দুমাত্র আমল দিলে তো? 

Advertisement

অথচ ২০২৩ আইপিএলে ২৭ উইকেট নিয়ে বেগুনি টুপি জেতার পর ২০২৪ আইপিএলে তাঁর উইকেটসংখ‌্যা নেমে আসে ১০-এ। ১২ ম‌্যাচ খেলে। ২০২৫ আইপিএলে রশিদের উইকেট সংখ‌্যা নেমে যায় দশেরও নিচে! গত আইপিএলে ১৭টা ম‌্যাচ খেলে মাত্র ন’খানা উইকেট পান তিনি। ইকনমি ছিল নয়ের উপর।

যা নিয়ে প্রশ্ন করা হলে, বৃহস্পতিবার রশিদ বলে দেন, ‘‘আগে আমার লাইনটা খুব ভালো থাকত। গত দু’টো আইপিএলে নিজের লাইন নিয়ে একটু সমস‌্যায় পড়েছিলাম। আমার মনে হয় না, এ নিয়ে বিশেষ ভাবার কোনও প্রয়োজন আছে বলে। এটুকু জানবেন, আমি যখন নিজের লাইন-লেংথ মিস করি, তখনই একমাত্র রান দিই। এ রকম অনেক বোলরাই রয়েছে, যারা কী করতে পারে, জানে ব‌্যাটার।"

তিনি আরও বলেন, "কিন্তু তার পরেও সেই সমস্ত বোলারই উইকেট পায়। যেমন ধরা যাক, মিচেল স্টার্ক। সবাই জানে নতুন বলে ও বলকে ভেতরে আনবে। কিন্তু জানা সত্ত্বেও উইকেট ঠিকই পায় স্টার্ক। আর সেটা ও পায় কারণ, সঠিক জায়গায় ও টানা বোলিং করে যায়। আমার ক্ষেত্রেও ব‌্যাপারটা একই। সঠিক জায়গায় নিয়মিতভাবে বোলিং করে যাওয়া। যতই ব‌্যাটার জানুক আমি কী করতে পারি, উইকেট আমি ঠিকই নেব।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement