shono
Advertisement
BCCI

'এবার আইসিসিরও বোঝা উচিত', ভারত-পাক ক্রিকেট বন্ধের দাবি নিয়ে সুর চড়াল বিসিসিআই

'আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। ভবিষ্যতেও খেলব না', জানালেন বিসিসিআইয়ের সহ-সভাপতি।
Published By: Prasenjit DuttaPosted: 08:39 PM Apr 23, 2025Updated: 09:24 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি থেকে মহম্মদ সিরাজও। চুপ থাকেননি শুভমান গিল, পার্থিব প্যাটেল, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, কেএল রাহুল, মহম্মদ শামির মতো ক্রিকেটাররাও। কংগ্রেস নেত্রী শামা মহম্মদের মতে, পাকিস্তানের সঙ্গে আলোচনা, বাণিজ্য, ক্রিকেট, বিনোদন - সবকিছু বন্ধ হোক। এই পরিস্থিতিতে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার কাছে প্রশ্ন করা হয়, পাকিস্তানের সঙ্গে কি পুরোপুরিভাবে ক্রিকেটীয় সম্পর্ক শেষ করা উচিত? এ ব্যাপারে তিনি বল ঠেলে দিয়েছেন আইসিসি'র কোর্টে।

Advertisement

পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনার পর কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে আতশবাজির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। চিয়ারলিডারদেরও দেখা যায়নি এই ম্যাচে। ম্যাচের আগে নীরবতা পালন করা হয়েছে। দু'দলের সমস্ত প্লেয়ার ও আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছেন। এই আবহে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লার কাছ থেকে পাওয়া গেল তীব্র প্রতিক্রিয়া।

রাজীব শুক্লা মনে করিয়ে দিয়েছেন, ভারত কেন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলে না। তাঁর কথায়, ভারত ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। এই হামলার তীব্র নিন্দা জানাই। সরকার যা বলবে, সেটাই করব। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। ভবিষ্যতেও খেলব না। আইসিসি ইভেন্টে কিছু করার নেই। সেখানে খেলতেই হয়। তবে, আইসিসি'ও কিন্তু জানে কী ঘটেছে। তাই সে অনুযায়ী তাঁদের কাজ করা উচিত।"

রাজীব শুক্লা ছাড়াও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। সাইকিয়া বলেন, "এই দুঃখের সময়ে গোটা ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।"

তাঁর সংযোজন, "এই সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্রিকেটমহলে শোকের ছায়া। বিসিসিআইয়ের পক্ষ থেকে আমরা এই জঘন্য ও কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি।" উল্লেখ্য, নারকীয় এই জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনার পর কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই।
  • বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লার কাছ থেকেও পাওয়া গেল তীব্র প্রতিক্রিয়া।
  • শুক্লা মনে করিয়ে দিয়েছেন, ভারত কেন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলে না।
Advertisement