shono
Advertisement
U-19 Asia Cup final

যুব এশিয়া কাপ ফাইনালে আজ ভারত-পাক মহারণ, বৈভবরা জিতলে ফিরবে না তো ট্রফি বিতর্ক?

প্রতিযোগিতায় ইতিমধ্যেই একবার পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল।
Published By: Subhajit MandalPosted: 09:19 AM Dec 21, 2025Updated: 09:19 AM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। কিছুদিন আগে সিনিয়রদের এশিয়া কাপে এক আসরে তিনবার পাক-বধ করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই একবার পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে দল।

Advertisement

রবিবার আইসিসি অ্যাকাডেমির মাঠে টিম ইন্ডিয়ার আগামী প্রজন্মের কাছে প্রতিবেশীদের ফের টেক্কা দেওয়ার সুযোগ রয়েছে। বৈভব সূর্যবংশী, আয়ুশ মাত্রে, বিহান মালহোত্রা, অ্যারন জর্জ, অভিজ্ঞান কুণ্ডুর মতো ব্যাটাররা দুরন্ত ফরে রয়েছেন। সঙ্গে কনিষ্ক চৌহানদের বোলিং বড় শক্তি টিম ইন্ডিয়ার। অন্য দিকে, পাকিস্তান দলে সুভান ছাড়াও রাজা এবং সায়াম রয়েছেন। লম্বা চেহারার রাজার বলে যেমন গতি রয়েছে, তেমনই সুইংও আছে। বাঁ হাতি পেসার সায়াম আগুনে গতিতে বল করেন। সব মিলিয়ে সমানে সমানে লড়াই হওয়ার কথা রবিবার।

অন্যদিকে রবিবারের ম্যাচের পর আরও একটা আশঙ্কা ঘোরাফেরা করছে। প্রশ্ন উঠছে, ৩ মাস আগের এশিয়া কাপ ট্রফি বিতর্ক যুব এশিয়া কাপেও ফিরবে না তো? ট্রফি জিতলে পুরস্কার বিতরণী মঞ্চে ভারতীয় দল ট্রফি পাবে তো? নাকি আগের বারের মতো ট্রফিচুরির মতো ঘটনা ঘটবে। এশিয়া কাপে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং সে দেশের মন্ত্রী বলে ভারতীয় দল তাঁর থেকে ট্রফি নেয়নি। পরে সেই ট্রফি একপ্রকার চুরি করে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছেন নকভি।

প্রশ্ন হচ্ছে, নকভি বা পাক বোর্ডের কেউ কি ছোটদের খেলার পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন? থাকলে ভারত কি ট্রফি নেবে? নাকি ফিরবে পুরনো বিতর্ক? বলে রাখা দরকার, বড়দের এশিয়া কাপের মতো ছোটদের এশিয়া কাপেও কিন্তু পাকিস্তানের সঙ্গে করমর্দন করেনি ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান।
  • কিছুদিন আগে সিনিয়রদের এশিয়া কাপে এক আসরে তিনবার পাক-বধ করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
  • আবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই একবার পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে দল।
Advertisement