সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নতুন চমকের নাম বৈভব সূর্যবংশী। ১৪ বছরের কিশোর ইতিমধ্যেই সেঞ্চুরি করে জাত চিনিয়েছে। কিন্তু পড়াশোনা কেমন চলেছে বৈভবের (Vaibhav Suryavanshi)? সম্প্রতি ভাইরাল হয় যে, রাজস্থান রয়্যালসের তারকা নাকি CBSE-র ক্লাস টেনের পরীক্ষায় ফেল করেছে। জানুন সত্যিটা কী?
নিলামে ১.১০ কোটি টাকায় বৈভবকে কিনেছিল রাজস্থান। প্রথম দিকে তাকে খেলায়নি। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে। তারপর গুজরাটের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে অসংখ্য রেকর্ড ভেঙেছে। ৯ দিন আইপিএল বন্ধ থাকার পর দ্বিতীয় দফাতেও নজরে রয়েছে বৈভব।
তার মধ্যেই সোশাল ভাইরাল হয় একটি পোস্ট। সেখানে বলা হয়, বৈভব নাকি CBSE-র ক্লাস টেনের পরীক্ষায় পাস করতে পারেনি। 'স্যাটায়ারোলজি' নামের একটি পেজের পোস্টে লেখা হয়, '১৪ বছরের তারকা ক্রিকেটার, যে আইপিএলে এবার নাম করেছে, সে CBSE-র ক্লাস টেনের পরীক্ষায় ফেল করেছে বলে জানা যাচ্ছে।' কিন্তু তার পরবর্তী অংশের বক্তব্যে আদতেই 'স্যাটায়ার', অর্থাৎ ব্যঙ্গাত্মক। অথচ সেই অংশটিকে কার্যত পাত্তা না দিয়েই বৈভব ফেল করেছে, এরকম খবর ভাইরাল হয়ে যায়। ওই পোস্টে আরও লেখা ছিল, 'বিসিসিআই থেকে উত্তরপত্র ফের যাচাইয়ের জন্য ডিআরএস নেওয়া হয়েছে। অনুরোধটা যদিও প্রতীকী। তবে এই নিয়ে চর্চা শুরু হয়েছে যে, তরুণ ক্রীড়াবিদদের খেলার পাশাপাশি কতটা পড়াশোনার চাপ নিতে হয়।'
ওই পোস্টেই অবশ্য ছোট করে লেখা ছিল, 'এটা সত্যি নয়। এটা নিছকই মজা।' কিন্তু তা সত্ত্বেও বৈভবের ফেল করার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। যদিও সত্যিটা হল, বৈভব (Vaibhav Suryavanshi) এই মুহূর্তে তাজপুরের মডেস্টি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। ফলে তাঁর বোর্ড পরীক্ষায় ফেল করার কোনও প্রশ্নই ওঠে না।
