সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের রেকর্ড নিজেই ভাঙল বৈভব সূর্যবংশী। আইপিএলে মাত্র ১৪ বছর বয়সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল বিহারের এই ক্রিকেটার। এবার ৩২ বলে সেঞ্চুরি এল ভারতের এই 'বিস্ময় প্রতিভা'র ব্যাটে।
বৈভব এখন দোহায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে গিয়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতা। ভারত 'এ' দলের বিপক্ষে ছিল সংযুক্ত আরব আমিরশাহি। প্রথম দিনেই ২২ গজে রীতিমতো আগুন ঝরাল তার ব্যাট। একেবারে 'বেতাজ বাদশা'র মতো ১৫টি বিশাল ছক্কা হাঁকাল বৈভব।
দোহায় শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত এ দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান করে। তবে দ্বিতীয় ওভারে উইকেট হারায় ভারত। ৬ বলে ১০ রান করে প্রিয়াংশ আর্য রান আউট হন। ৩ নম্বরে ব্যাট করতে নামা নমন ধীর এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন। এক প্রান্ত ধরে রাখেন। অন্যদিকে, ওপেন করতে নামা বৈভব রীতিমতো তাণ্ডব চালিয়ে ৩২ বলে সেঞ্চুরি করে।
নমন ২৩ বলে ৩৪ রান করে আউট হন। এর মধ্যে ৩টি চার এবং ২টি ছক্কা। এরপর অধিনায়ক জিতেশ শর্মা করেন ৩২ বলে ৮৩। কিন্তু সবাইকে ছাপিয়ে যায় বৈভব। ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার নামের পাশে ৪২ বলে ১৪৪ রান। গত বছর মেগা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় ১৩ বছর বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ৩০ লক্ষ থেকে দামটা যে কোটি টাকায় উঠে যাবে, তা বোধহয় কেউই ভাবতে পারেনি। আর ভারত এ দলের হয়ে খেলতে নেমে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বৈভব প্রমাণ দিল অনন্য প্রতিভার অধিকারী সে।
