shono
Advertisement
Vaibhav Suryavanshi

যুব এশিয়া কাপে ছক্কার রেকর্ড, এবার ইডেন মাতাতে আসছে বৈভব

যুব এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার বৈভব।
Published By: Arpan DasPosted: 06:27 PM Nov 24, 2025Updated: 06:27 PM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাইজিং এশিয়া কাপে ভারত এ চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটে তাণ্ডবের সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া। আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটও মাতিয়ে দিয়েছে ১৪ বছরের বিস্ময় প্রতিভা। এবার সেরকম বিধ্বংসী ইনিংসের সাক্ষী হবে কলকাতাও। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ ইডেন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলবে বিহার দল। আর সেই দলে আছে বৈভবও।

Advertisement

এর আগেও বৈভব ইডেনে এসে ম্যাচ খেলে গিয়েছে। গত মরশুমের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে এসেছিল। তবে রান পায়নি। যদিও আইপিএলের মঞ্চ থেকেই আগুনে গতিতে তার উত্থান হয়। বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলে খেলার পর, এবার ভারত এ দলে খেলেছে। রাইজিং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৪৪ রান করেছিল। গোটা টুর্নামেন্ট জুড়ে করেছে ২৩৯ রান। মেরেছে ২২টি ছক্কা। তার চেয়ে বেশি ছয় রাইজিং এশিয়া কাপে আর কেউ হাঁকাতে পারেনি।

এবার সেই ছক্কাবৃষ্টি দেখা যাবে ইডেনেও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এলিট 'বি' গ্রুপে আছে বিহার। 'বি' গ্রুপের সব ম্যাচই ইডেন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে। বিহারের প্রথম চারটি ম্যাচ হবে ইডেনে। ২৬, ২৮, ৩০ ও ২ নভেম্বর, যথাক্রমে তাদের প্রতিপক্ষ চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও মহারাষ্ট্র। তারপরের ম্যাচগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। বিহারের সহ-অধিনায়কও করা হয়েছে বৈভবকে।

'বি' গ্রুপে বিহার ছাড়াও আছে হায়দরাবাদ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, মহারাষ্ট্র, গোয়া, জম্মু ও কাশ্মীর। ফলে পৃথ্বী শ, শশাঙ্ক সিং, রিঙ্কু সিংয়ের মতো তারকারা বাংলায় আসতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাইজিং এশিয়া কাপে ভারত এ চ্যাম্পিয়ন হতে পারেনি।
  • কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটে তাণ্ডবের সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া।
  • আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটও মাতিয়ে দিয়েছে ১৪ বছরের বিস্ময় প্রতিভা।
Advertisement