shono
Advertisement

Breaking News

Vijay Hazare Trophy

কুয়াশা কাঁটায় ফের বিদ্ধ ক্রিকেট! পিছিয়ে গেল গিল-শ্রেয়সদের প্রত্যাবর্তনের ম্যাচ

মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির মোট চারটি ম্যাচ পিছিয়ে গিয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:54 AM Jan 06, 2026Updated: 05:54 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগে লখনউয়ে প্রবল কুয়াশার কারণে বাতিল হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। নতুন বছরেও ক্রিকেটে থাবা বসাল উত্তর এবং পশ্চিম ভারতের দূষণ। নির্ধারিত সময়ে মাঠে নামতে পারলেন না শুভমান গিল-শ্রেয়স আইয়াররা। সবমিলিয়ে মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) মোট চারটি ম্যাচ পিছিয়ে গিয়েছে প্রবল কুয়াশায় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে যাওয়ায়।

Advertisement

চোট সারিয়ে মঙ্গলবারই মাঠে নামার কথা ছিল ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল এবং সহঅধিনায়ক শ্রেয়স আইয়ারের। পাঞ্জাবের হয়ে খেলতে নামা গিলের ম্যাচ ছিল জয়পুরে। গোয়ার বিরুদ্ধে সেই ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় পৌনে দু'ঘণ্টা পরে। অন্যদিকে, শ্রেয়সের মুম্বইয়ের ম্যাচ ছিল হিমাচল প্রদেশের জয়পুরিয়া বিদ্যালয়ের মাঠে। নির্ধারিত সময়ের পর দু'ঘণ্টা কেটে গেলেও সেই ম্যাচ শুরু করা যায়নি। টসের জন্যও মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক।

হিমাচল প্রদেশেই ছিল মহারাষ্ট্র বনাম ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড বনাম সিকিমের ম্যাচ। সকাল ৯টায় ম্যাচগুলির টস হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় আড়াই ঘণ্টা কেটে গেলেও টস হয়নি। অন্যদিকে, কুয়াশায় ঢেকে যাওয়া জয়পুরের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেই দেখে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মজার মন্তব্য, 'স্টেডিয়ামে থেকেও মাঠ দেখতে পাচ্ছেন না ফটোগ্রাফাররা।' দেরি হয়ে যাওয়া ম্যাচগুলি আদৌ মঙ্গলবার খেলা সম্ভব হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। 


প্রসঙ্গত, গত বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের পায়ে চোট পেয়েছিলেন শুভমান। সুস্থ হয়ে গত ৩ জানুয়ারি বিজয় হাজারেতে নামার কথা ছিল তাঁর। কিন্তু অসুস্থতার জন্য খেলতে পারেননি। শেষ পর্যন্ত দেরি হলেও গোয়ার বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে নেমেছেন গিল। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করতে গিয়ে প্লীহায় চোট পেয়েছিলেন শ্রেয়স। সুস্থ হয়ে উঠে মঙ্গলবারই প্রথম ম্যাচ খেলার কথা তাঁর। আদৌ কি মাঠে নামা হবে 'সরপঞ্চে'র?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোট সারিয়ে মঙ্গলবারই মাঠে নামার কথা ছিল ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল এবং সহঅধিনায়ক শ্রেয়স আইয়ারের।
  • হিমাচল প্রদেশেই ছিল মহারাষ্ট্র বনাম ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড বনাম সিকিমের ম্যাচ।
  • গত বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের পায়ে চোট পেয়েছিলেন শুভমান। সুস্থ হয়ে গত ৩ জানুয়ারি বিজয় হাজারেতে নামার কথা ছিল তাঁর।
Advertisement