shono
Advertisement

Breaking News

Vijay Hazare Trophy

বিজয় হাজারে: শামিদের পিটিয়ে ডবল সেঞ্চুরি আমেরিকায় জন্মানো তরুণের, চোট সারিয়ে ফর্মে শ্রেয়স

তবে ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব ও শুভমান গিল।
Published By: Arpan DasPosted: 05:38 PM Jan 06, 2026Updated: 05:38 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাখচিত বোলিং লাইন আপ। মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ- জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সবারই আছে। আর তাঁদের বিরুদ্ধে কিনা ডবল সেঞ্চুরি হাঁকালেন এক ১৯ বছর বয়সি। হায়দরাবাদের আমন রাওয়ের তাণ্ডবের সামনে ১০৭ রানে হেরে গেল বাংলা। সেই সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল অভিমন্যু ঈশ্বরণদের কাছে। অন্যদিকে চোট সারিয়ে ফিরে মুম্বইয়ের হয়ে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার।

Advertisement

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। কিন্তু বাংলার পেস ত্রয়ী একেবারেই সফল হয়নি। ১৫৪ বলে ২০০ রান করে অপরাজিত থাকেন ১৯ বছর বয়সি ক্রিকেটার আমন। মারেন ১২টি চার ও ১৩টি ছয়। ডবল সেঞ্চুরিটা করেন ছক্কা হাঁকিয়ে। কিন্তু কে এই আমন রাও? আমেরিকার ইউসকনসিনে জন্ম। তরুণ তুর্কি মূলত আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শার্দূল ঠাকুরের এক ওভারে ২৪ রান করেছিলেন। আইপিএলের মিনি নিলামে তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস। শামি ৭০ রানে ৩ উইকেট নিলেও রানের ঝড় আটকাতে পারেননি। জবাবে বাংলার ইনিংস শেষ হয় ২৪৫ রানে। শাহবাজ আহমেদ ১০৮ করলেও সঙ্গে কাউকে পাননি। বাংলার পয়েন্ট ৬ ম্যাচে ১৬। ৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উত্তরপ্রদেশ। ৫ ম্যাচে বিদর্ভের পয়েন্টও ১৬। বাংলার শেষ ম্যাচ উত্তরপ্রদেশের বিরুদ্ধেই।

অন্যদিকে শ্রেয়স আইয়ার ফের প্রমাণ করলেন ফর্ম টেম্পোরারি, ক্লাস পারমানেন্ট। চোটের জন্য দীর্ঘদিন দলে ছিলেন না। জাতীয় দলে ফেরার জন্য বিজয় হাজারে ট্রফিতে ফিটনেস পরীক্ষা দিতে হত। শুধু ফিটনেস পরীক্ষা নয়, রানের পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ তিনি। কিন্তু ব্যর্থ হলেন অন্য দুই তারকা। রান পেলেন না সূর্যকুমার যাদব ও শুভমান গিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ংকর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। মনে করা হয়েছিল অন্তত তিনমাস সময় লাগবে মাঠে ফিরতে। কিন্তু দু’মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শর্তসাপেক্ষে প্রত্যাবর্তন ঘটেছে। তবে সেই ম্যাচ খেলতে হলে বিজয় হাজারেতে ফিটনেসের পরীক্ষায় পাস করতে হত। হিমাচল প্রদেশের বিরুদ্ধে নেমে ৫৩ বলে ৮২ রান করেন। মারেন ১০টি চার ও ৩টি ছয়। তবে ওই ম্যাচে রান পেলেন না সূর্যকুমার যাদব (২৪)। অন্য ম্যাচে পাঞ্জাবের হয়ে রান পেলেন না শুভমান গিলও (১১)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তারকাখচিত বোলিং লাইন আপ।
  • মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ- জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সবারই আছে।
  • আর তাঁদের বিরুদ্ধে কিনা ডবল সেঞ্চুরি হাঁকালেন এক ১৯ বছর বয়সি।
Advertisement