সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর নয়। বিরাট কোহলি আসলে পালিয়ে গিয়েছেন। কিং কোহলির টেস্ট অবসর নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলছেন, "কোহলির উচিত ছিল নিজের ভুলত্রুটি শুধরে নিয়ে খেলাটা চালিয়ে যাওয়া। কিন্তু সেটা না করে ও পালিয়ে গেল।"
আসলে একটা সময় জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ফ্যাভ ফোর হিসাবে পরিচিত ছিল। সেই চার তারকার মধ্যে একমাত্র বিরাট কোহলি অবসর নিয়েছেন। বাকি ৩ জনেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। জো রুট স্বপ্নের ফর্মে। সদ্যই ৪১ তম সেঞ্চুরিটি করে ফেলেছেন তিনি। ভালো ফর্মে স্টিভ স্মিথও। তিনিও নিজের ৩৭ তম সেঞ্চুরি করে ফেলেছেন। শেষমেশ দেখা যাচ্ছে, টেস্ট কেরিয়ারের নিরিখে এই ফ্যাভ ফোরের বাকি ৩ জনই বিরাটের চেয়ে এগিয়ে গিয়েছেন। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। এই চারজনের মধ্যে শুরুটা সবচেয়ে ভালো করেছিলেন বিরাটই। সেটাই আক্ষেপ সঞ্জয় মঞ্জরেকরের।
তিনি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, "জো রুট রোজ টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এখনই আমার বিরাটের জন্য কষ্ট হচ্ছে। ও টেস্ট থেকে পালিয়ে গেল। আর যেভাবে অবসরের আগের পাঁচ বছর ও যে সমস্যার মধ্যে কাটিয়েছে, সেটা দুর্ভাগ্যজনক।" সঞ্জয়ের বক্তব্য, ৩১ বছর বয়স থেকেই বিরাটের টেস্ট ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল। কিন্তু সেটার সমাধান খোঁজার জন্য আন্তরিক চেষ্টা তিনি করেননি। যথেষ্ট মনোযোগ দেননি। তবে আমার সত্যিই খারাপ লাগছে জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন আজ কতটা নাম করে ফেলেছে। আর বিরাট পিছিয়ে।"
এখানেই শেষ নয়, বিরাটের ওয়ানডে খেলা নিয়েও কটাক্ষ করেছেন মঞ্চরেকর। তিনি বলছেন, "ভালো হত বিরাট যদি পুরোপুরি ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিত। সব ফরম্যাট থেকে অবসর নিত। কিন্তু যেভাবে ও ওয়ানডে-তে খেলা চালিয়ে যাচ্ছে, সেটা আমাকে বেশি হতাশ করে। ও যে ফরম্যাটটা খেলছে সেটা টপ অর্ডার ব্যাটারের জন্য সবচেয়ে সহজ। অবশ্যই সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্ট। টি-২০ ক্রিকেটেও অন্যরকম চ্যালেঞ্জ আছে।" মঞ্জরেকর মনে করছেন, "যদি টেস্ট থেকে বিরাটকে বাদও দেওয়া হত তাতেও ওঁর উচিত ছিল ঘরোয়া ক্রিকেট খেলে ফিরে আসা।"
