shono
Advertisement
Virat Kohli

দক্ষিণ আফ্রিকা কোচের 'অপমানজনক' মন্তব্যের যোগ্য জবাব, রাঁচিতে কী করলেন বিরাট?

গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে বিতর্কিত মন্তব্য করেন শুকরি কনরাড।
Published By: Subhajit MandalPosted: 01:26 PM Dec 02, 2025Updated: 05:31 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকা কোচ! গুয়াহাটি টেস্ট চলাকালীন এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেট মহল। এতদিন ভারতীয় দলের সঙ্গে সরাসরি যুক্ত কেউ এ নিয়ে মুখ খোলেননি। কোনওরকম প্রতিবাদও সরকারিভাবে করা হয়নি। কিন্তু এবার সম্ভবত প্রতিবাদটা শুরু করলে বিরাট কোহলি। রাঁচির প্রথম ওয়ানডে শেষে বিরাটের একটি আচরণে তেমনই মনে করছে ক্রিকেটমহল।

Advertisement

রাঁচি ওয়ানডে-তে দুর্দান্ত সেঞ্চুরি করে টিমকে জিতিয়েছেন কোহলি। ম্যাচের শেষের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ শেষ দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করলেও শুকরিকে কার্যত এড়িয়ে যান তিনি। বলা ভালো তাঁর দিক থেকে মুখ ঘুরিয়ে নেন টিম ইন্ডিয়ার মহাতারকা। অন্যদের সঙ্গে কোহলি হাসিমুখে সৌজন্য বিনিময় করলেও কনরাডের সামনে গিয়ে তাঁর দিকে তাকাননি। বিরাটের হাবভাব দেখে দক্ষিণ আফ্রিকা কোচও আর করমর্দন করতে উদ্যত হননি।

উল্লেখ্য, গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে নিজেদের পরিকল্পনা ফাঁস করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তাঁর কথায়, “ভারতীয় পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা।” এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরাজির ‘গ্রোভেল’ শব্দটি। যা বর্ণবিদ্বেষের প্রতীক। দক্ষিণ আফ্রিকায় এক সময় এই শব্দটি ব্যবহার করা হত কৃষ্ণাঙ্গ মানুষদের অপমান করার জন্য। স্বাভাবিকভাবেই কনরাডের মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে।

সেই বিতর্কের জেরেই বিরাট শুকরিকে এড়িয়ে গেলেন কি? ক্রিকেট মহলের অন্তত তেমনটাই মনে হচ্ছে। যদিও বিরাটের ওই আচরণ অনিচ্ছাকৃতও হতে পারে। তবে সোশাল মিডিয়ায় ওই ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকা কোচ! গুয়াহাটি টেস্ট চলাকালীন এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেট মহল।
  • এতদিন ভারতীয় দলের সঙ্গে সরাসরি যুক্ত কেউ এ নিয়ে মুখ খোলেননি।
  • এবার সম্ভবত প্রতিবাদটা শুরু করলে বিরাট কোহলি।
Advertisement