shono
Advertisement
Virat Kohli

পাকা দাড়ি, ঢিলেঢালা পোশাক, লন্ডনের রাস্তায় 'বৃদ্ধ' বিরাটের ছবি ভাইরাল

মাত্র ৩৬ বছরেই সাদা জার্সি তুলে রেখেছেন কোহলি।
Published By: Subhajit MandalPosted: 01:41 PM Aug 08, 2025Updated: 04:53 PM Aug 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকা দাড়ি। ঢিলেঢালা পোশাক। লন্ডনের রাস্তায় ঘুরছেন বিরাট কোহলি। সোশাল মিডিয়ায় বিরাটের সেই লুক ভাইরাল।

Advertisement

লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলেছিলেন কিং কোহলি। ওই ব্যবসায়ীই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এমনিতে বিরাট বরাবরই ফিটনেস ফ্রিক। নতুন লুকেও তাঁকে যথেষ্ট ফিট মনে হচ্ছে। তবে এই ছবিতে তাঁর মুখে দাড়ির রং দেখে অনুরাগীরা খানিক ব্যাথা পেতে পারেন। আসলে বিরাটের দাড়ি-গোঁফে কালো রংয়ের চেয়ে সাদা রংই যেন বেশি দেখা যাচ্ছে। ভ্রুতেও সাদার আধিক্য। চুলদাড়িতে পাক ধরেছে। বয়সের ছাপ যে পড়ছে সেটা স্পষ্ট।

মাত্র মাস তিনেক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে রসিকতার সুরে বলেছিলেন, 'চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়।' সে কথা যে নেহাত রসিকতা ছিল না। সেটা বিরাটের নতুন লুক দেখেই বোঝা যাচ্ছে। নেট দুনিয়ায় অনেকে বলছেন, বিরাট বুঝি এবার সত্যিই বৃদ্ধ হচ্ছেন। কারও আক্ষেপ, "এভাবে কোহলিকে বুড়ো হতে দেখে দুঃখ হচ্ছে।"

মাত্র ৩৬ বছরেই সাদা জার্সি তুলে রেখেছেন কোহলি। কিন্তু কেন? সম্প্রতি যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে মজার ছলে বলছেন, “দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চারদিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গিয়েছে।” বিরাট হয়তো সত্যিই সেই তত্ত্ব বিশ্বাস করেন। দাড়ির রং দেখেই তিনি অবসরের সিদ্ধান্তটি নিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলেছিলেন কিং কোহলি।
  • ওই ব্যবসায়ীই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
  • মনিতে বিরাট বরাবরই ফিটনেস ফ্রিক। নতুন লুকেও তাঁকে যথেষ্ট ফিট মনে হচ্ছে।
Advertisement