সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে জোড়া সেঞ্চুরি। অনেকেই খুঁজে পেয়েছেন পুরনো বিরাট কোহলিকে। কিন্তু ফিল্ডিংয়ের সময় পুরনো কোহলিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বেশ কিছুদিন। সেই আক্ষেপও পূরণ হয়ে গেল বুধবার। পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করে বিরাট হয়তো নিজের পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। সেই সঙ্গে ফিরে পেয়েছেন পুরনো মেজাজ। অন্তত বুধবার রায়পুরে তাঁর শরীরী ভাষায় তেমনটাই মনে হল।
এদিন ফিল্ডিংয়ের শুরু থেকেই প্রাণোচ্ছল মনে হচ্ছিল বিরাটকে। সতীর্থদের তাতানোর চেষ্টা করেছেন তিনি। চেষ্টা করেছেন বোলারের উৎসাহ দেওয়ার। প্রতিটি উইকেট নিজের উইকেটের মতো সেলিব্রেট করেছেন। যেমনটা তিনি আগে করতেন। আসলে দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলে কামব্যাক হয়েছিল। তাতে প্রথম ম্যাচে রান পাননি। সেসময় বিরাট কোহলির বডি ল্যাঙ্গুয়েজ অনেকের কাছেই অপরিচিত মনে হয়েছিল। বিরাট যেন কেমন মুষড়ে ছিলেন। যে কোহলি বিপক্ষের কোনও উইকেট পড়লে সবচেয়ে বেশি লাফালাফি করতেন, তিনিও যেন দলের সঙ্গে মিশতে পারছিলেন না। রায়পুরে সেই বিরাটকে অন্য অবতারে।
এদিন ফিল্ডিংয়ের সময় নাগিন ড্যান্সও করেছেন ভারতীয় ক্রিকেটের কিং। এদিন ম্যাচের পঞ্চম ওভারে প্রথম উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। সেসময় পিচের খুব কাছেই ফিল্ডিং করছিলেন কোহলি। অর্শদীপের বলে কুইন্টন ডি'কক আউট হতেই তিনি 'নাগিন ড্যান্সের' ভঙ্গিতে সেলিব্রেট করা শুরু করেন। উৎফুল্ল ওই সেলিব্রেশনের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। নেটিজেনরা বলছেন, পুরনো বিরাট যেন ফিরে এসেছেন।
এদিন রায়পুরে গুচ্ছ রেকর্ডও করেছেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ ৫০+ রান (২৬)। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুগ্মভাবে সর্বাধিক ৫০+ রানের মালিক (১৫)। ওয়ানডেতে টানা তিন বা তার বেশি ৫০+ রান (১৩)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ অর্ধশতক (৯)। ওয়ানডেতে ঘরের মাঠে সর্বাধিক সেঞ্চুরি (২৬)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব ফরম্যাটে যুগ্মভাবে সর্বাধিক সেঞ্চুরি (১০)। সবচেয়ে বেশিবার টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি (১১)। বিভিন্ন ভেন্যুতে যুগ্মভাবে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি (৩৪)। ওয়ানডেতে তৃতীয় ব্যাটার হিসাবে দুই আলাদা দশকে ১০ বা তার বেশি সেঞ্চুরি। এসবের পরে হয়তো উৎফুল্ল হওয়ায় স্বাভাবিক।
