shono
Advertisement
Vaibhav Suryavanshi

'জাতীয় দলে' খেলতে গিয়ে 'র‍্যাগিং'! বয়স নিয়ে খোঁচা মারায় সতীর্থদের কী বললেন বৈভব?

ঠিক কী ঘটেছে?
Published By: Prasenjit DuttaPosted: 07:37 PM Nov 13, 2025Updated: 07:37 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য চর্চিত বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তার ঝোড়ো ব্যাটিং দেখতে দূরদূরান্ত থেকে জড়ো হন ভক্তরা। এহেন বৈভবের বয়স নিয়েও প্রশ্ন উঠেছে। এবার তার বয়স নিয়ে তাকে রীতিমতো 'র‍্যাগিং' করলেন সতীর্থরাই। সোশাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওয় এমনই দেখা গেল।

Advertisement

ঠিক কী ঘটেছে? বৈভব এখন দোহায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে গিয়েছে। সেখানে বৈভবের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত তারই সতীর্থ যুধবীর সিং চরক এবং গুরজপনীত সিং। ভিডিওয় দেখা গিয়েছে, বৈভবের পাশে দাঁড়িয়ে ২৮ বছর বয়সি যুধবীর। তাঁর সরাসরি জিজ্ঞাস্য, "আমাদের মধ্যে কে বড়?"

বৈভব প্রথমে কিছু বলেনি। খানিক পর সে হেসে বলে, "এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না।" ছাড়ার পাত্র ছিলেন না যুধবীর। এবার বৈভবের চুলে হাত বুলিয়ে তাঁর মন্তব্য, "এই অল্প বয়সেও জেল ব্যবহার করো!" বৈভব অবশ্য বিশেষ প্রতিক্রিয়া দেখায়নি। মুচকি হেসে গোটা ব্যাপারটা 'ম্যানেজ' করে তার উত্তর, এমন কিছুই সে করে না।

গত বছর মেগা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় ১৩ বছর বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ৩০ লক্ষ থেকে দামটা যে কোটি টাকায় উঠে যাবে, তা বোধহয় কেউই ভাবতে পারেনি। এহেন বৈভবই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। সেই শুরু, এরপর যুব দলের হয়েও রানের ফুলঝুরি ছুটিয়েছে সে। উল্লেখ্য, ১৪ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতা। প্রথম দিনেই ভারত এ দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরশাহি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তার ঝোড়ো ব্যাটিং দেখতে দূরদূরান্ত থেকে জড়ো হন ভক্তরা।
  • এহেন বৈভবের বয়স নিয়েও প্রশ্ন উঠেছে।
  • এবার তার বয়স নিয়ে তাকে রীতিমতো 'র‍্যাগিং' করলেন সতীর্থরাই।
Advertisement