সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সে বছর নাইটদের কোচ ছিলেন গৌতম গম্ভীর। এরপরেই টিম ইন্ডিয়ার কোচ হন তিনি। যদিও আইপিএল জিতেই তিনি যে ভারতীয় দলের কোচ হবেন, এমন কখনও ভাবেননি তিনি। এ কথা জানিয়েছেন গম্ভীর নিজেই।
এদিন সংবাদমাধ্যমকে গম্ভীর বলেন, "ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তা নিয়ে খুব একটা ভাবি না। যখন কেকেআরের কোচ ছিলাম, তখন ভারতীয় দলের কথা মাথায় আসেনি। কেকেআরে ৮ বছর পর ফিরে এসেছিলাম। আমরা ভালো খেলার কথা ভেবেছিলাম। তবে, কখনই ভাবিনি আইপিএল জিতলে ভারতীয় দলের কোচ হয়ে যাব। সব কিছু খুব দ্রুত ঘটেছিল। যখন মাঝেমাঝে পিছনের দিকে তাকাই, তখন অবাক হই। ভাবি যে, পরিস্থিতি কত দ্রুত বদলে যেতে পারে।"
নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন গম্ভীর। ২০২৪ সালে আইপিএল এবং ভোট একসঙ্গে পড়েছিল। তাঁর সংযোজন, "কখনও রাজনীতি ছেড়ে কোচ হওয়াটা আমার অ্যাজেন্ডায় ছিল না। এ ব্যাপারে কখনও ভাবিওনি। সেই কারণেই বলি, বিশ্বাস রাখতে শেখো। সততার সঙ্গে কাজ করতে থাকো। অনেক কিছুই খুব দ্রুত বদলে যেতে পারে।"
গম্ভীর জানান, পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর নির্বাচনে দাঁড়াননি তিনি। তাঁর কথায়, "২০২৪ সালে নির্বাচনে দাঁড়াইনি আইপিএলের কারণে। আইপিএলের সঙ্গেই ভোট পড়েছিল। ওই বছরটায় সব কিছুই আমার জন্য খুব দ্রুত ঘটে। রাজনীতি ছেড়ে আইপিএলে আসা, চ্যাম্পিয়ন হওয়া থেকে টিম ইন্ডিয়ার কোচ হওয়া সব কিছুই মাত্র দু'মাসের মধ্যে ঘটে।" আপাতত গম্ভীরের নজর, ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজের দিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু হবে এই সিরিজ থেকে।