সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা হয়েছে। চোটের কারণে ছিটকে গিয়েছেন শুভমান গিল। তাঁর জায়গায় টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ঋষভ পন্থ (Rishabh Pant) যেখানে সহ-অধিনায়ক ছিলেন, সেখানে কীভাবে রাহুল ক্যাপ্টেন হতে পারেন? এর নেপথ্য কারণ অবশ্য জানা গেল।
ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। যার জেরে গুয়াহাটি টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন তিনি। মাঝে অবশ্য শোনা গিয়েছিল রোহিত শর্মার নাম। একটা সম্ভাবনা ছিল যে, পন্থকে অধিনায়ক করা হতে পারে। আসলে গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি। তাই টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষকের নাম ওয়ানডে অধিনায়ক হিসাবে অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু এই পরিস্থিতিতে অভিজ্ঞ রাহুলের উপরই আস্থা রেখেছে বিসিসিআই।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নির্বাচকদের? পঞ্চাশ ওভারের ফরম্যাটে দীর্ঘ সময় খেলেননি পন্থ। ২০২২ সালের নভেম্বরের পর পন্থ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের আগস্টে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তিনি থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। হয়তো এই কারণেই পন্থকে ওয়ানডে অধিনায়ক করা হয়নি। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, "এর আগেও পরিবর্ত অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলেছে রাহুল। তাই ওর অভিজ্ঞতা আছে। অন্যদিকে অভিজ্ঞতা থাকলেও গত এক বছরে মাত্র একটি ওয়ানডে খেলেছে পন্থ। সেই কারণেই আলোচনাতেই আসেনি ওর নাম।"
উল্লেখ্য, রাহুল ইতিমধ্যেই ১৬টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১১টি ম্যাচ। অর্থাৎ জেতার শতকরা হার ৬৮.৭৫। এর মধ্যে ১২ ওয়ানডে’তে ৮টিতে জয় পেয়েছেন তিনি। তাঁর পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলবে। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে রাহুল ৩০২ রান করেছেন। গড় ৩৩.৫৫। স্ট্রাইক রেট ৮২.২৮। এর মধ্যে চারটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৫৮। উল্লেখ্য, ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচ রাঁচিতে। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর।
