সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে আবার মাঠে ফিরবেন তিনি? এ ব্যাপারে এখনও কোনও দিনক্ষণ জানানো না হলেও গিলকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ করে তোলার সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। এর জন্য তাঁর জন্য বিশেষ রুটিনও তৈরি করা হয়েছে।
ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। যার জেরে গুয়াহাটি টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন তিনি। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, শুভমানের জন্য রুটিন তৈরি করেছেন মেরুদণ্ড বিশেষজ্ঞ চিকিৎসক অভয় নেনে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দল। সেই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ককে। এর কয়েক দিনের মধ্যে তাঁকে পাঠানো হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানেই রিহ্যাব শুরু করবেন তিনি। উল্লেখ্য, ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সপ্তাহের জন্য গিলের সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। যদিও এই সপ্তাহের বেশিরভাগ সময় মুম্বইয়েই থাকবেন তিনি। বেঙ্গালুরু যাওয়ার আগে চণ্ডীগড় যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। এখন দেখার, 'রুটিন' মেনে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পান কি না। তা না হলে আগামী বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে হয়তো ফিরে আসবেন গিল।
