shono
Advertisement
Virat Kohli

বিগ ব্যাশে খেলবেন বিরাট কোহলি? অজি বোর্ডের সিইও'র মন্তব্যে জল্পনা

বিরাটকে নিয়ে কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 05:44 PM Jun 03, 2025Updated: 05:44 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? এর আগে কোনও সক্রিয় ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। সেই ধারা কি এবার বদলে যেতে চলেছে?

Advertisement

মাস দুই আগে বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সারের একটা ঘোষণায় চমকে গিয়েছিলেন ক্রিকেটভক্তরা। সোশাল মিডিয়ায় তারা লিখেছিল, আগামী দু'টো মরশুম তাদের দলের হয়ে খেলবেন 'কিং কোহলি'। এই পোস্ট নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গেলেও পরে সমর্থকদের ভুল ভাঙে। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে তাঁরা দেখেন ১ এপিল। অর্থাৎ 'অল ফুলস ডে'তে পোস্টটি করা হয়েছিল বলে বিষয়টা তখনই চাপা পড়ে যায়। তবে এবার জানা যাচ্ছে, বিরাটকে বিগ ব্যাশ লিগে খেলাতে আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ।

জেমাইমা রদ্রিগেজ, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে এবং হরমনপ্রীত কৌরের মতো বেশ কিছু ভারতীয় ক্রিকেটার মহিলাদের বিগ ব্যাশে খেলেছেন। তবে, কোনও পুরুষ ক্রিকেটারকে বিবিএলে অংশ নিতে দেখা যায়নি। কারণ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলানোর ব্যাপারে বিসিসিআইয়ের বিধিনিষেধ রয়েছে।

ভারতীয় পুরুষ ক্রিকেটাররা সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর না নেওয়া পর্যন্ত কোনও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারেন না। এই পরিস্থিতিতে গ্রিনবার্গ বলেন, "আমরা বিগব্যাশে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে চাই। যদি সেটা হয়, তাহলে দারুণ হবে। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমরা আলোচনা করতে রাজি। চলতি বছরেই বিরাট কোহলিকে বিগ ব্যাশে দেখতে চাই। তিনি এলে এই লিগের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে।" এখন দেখার, অস্ট্রেলিয়া বোর্ডের অনুরোধকে মান্যতা দেয় কিনা বিসিসিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার কি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে?
  • এর আগে কোনও সক্রিয় ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি।
  • সেই ধারা কি এবার বদলে যেতে চলেছে?
Advertisement