shono
Advertisement
Women's World Cup Final 2025

বিশ্বকাপ ফাইনালে টসে হার, হরমনপ্রীতদের প্রথম একাদশে কোনও বদল এল কী?

নবি মুম্বইয়ে ট্রফি হাতে তুলবে ভারত?
Published By: Arpan DasPosted: 04:38 PM Nov 02, 2025Updated: 08:17 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে (Women's World Cup Final 2025) টসে হার ভারতের। নবি মুম্বইয়ে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। ভারতীয় দলের কোনও বদল নেই। সেমিফাইনালে যাঁরা প্রথম একাদশে থেকে অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছিলেন, তাঁরাই এই ফাইনালে মাঠে প্রতিনিধিত্ব করবেন। একই ভাবে দক্ষিণ আফ্রিকা কোনও বদল করেনি। 

Advertisement

মহিলাদের বিশ্বকাপে ইতিহাসের সামনে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে ক্রিকেটবিশ্ব। কিন্তু নবি মুম্বইয়ে বৃষ্টির দাপটে নির্ধারিত সময় টসই হয়নি। টস হল ২ ঘণ্টা পরে। সেমিফাইনালে এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রান তাড়া করে জিতেছিল ভারত। মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন জেমাইমা রদ্রিগেজ। ফলে ফাইনালেও রান তাড়ার লক্ষ্য ছিল ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরের। টসে হেরে সেটা স্বীকারও করে নিলেন। অন্যদিকে এই মাঠে বিশ্বকাপের কোনও ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের জন্য বিরাট জনগর্জনের সামনে কঠিন পরীক্ষায় পড়তে হবে লরা উলভার্টদের।

এই বিশ্বকাপে নবম ম্যাচে অষ্টম বার টস হারল ভারত। গত ১১টি ওয়ানডেতে মাত্র একবার টস জিতেছেন হরমনপ্রীত। যার জেরে ফিরল ৪৩ বছর আগের ইতিহাস। ১৯৮২ সালে ভারত ১২টি ম্যাচের মধ্যে ৮টিতে টস হেরেছিল।

টসে হারলেও হরমনপ্রীত ইতিবাচক দিক পেয়েছেন। বিশ্বকাপ ফাইনালের মতো চাপের ম্যাচে প্রথমে স্বাধীনভাবে ব্যাট করতে পারবে ভারত। আবার লরা মনে করেন, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রান তাড়া করা তুলনায় সহজ। ফাইনাল দেখতে মাঠে উপস্থিত কিংবদন্তি শচীন তেণ্ডুলকর, ঝুলন গোস্বামী প্রমুখ।

তবে বৃষ্টির সম্ভাবনা চোখ রাঙাচ্ছে। সেক্ষেত্রে ওভার কমতে পারে। তবে রবিবার যদি বৃষ্টিতে খেলা না হয়, আইসিসি একটা রিজার্ভ ডে রেখেছে। তখন ৩ নভেম্বর, সোমবার ফের হবে ফাইনাল। প্রশ্ন হল, দু’দিনই যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়, তাহলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? উত্তর হল যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে।

ভারতের প্রথম একাদশ: শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউর, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, আমনজ্যোত কউর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, রেণুকা সিং।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, আনেকে বশ, সুনে লুস, মারিজান ক্যাপ, সিনালো জাফটা, আনেরে ডিকেরসন, ক্লোয়ি টাইরন, নাদিন ডে ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা, নোঙ্কুলুলেকো লাবা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপ ফাইনালে টসে হার ভারতের।
  • নবি মুম্বইয়ে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। ভারতীয় দলের কোনও বদল নেই।
  • সেমিফাইনালে যাঁরা প্রথম একাদশে থেকে অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছিলেন, তাঁরাই এই ফাইনালে মাঠে প্রতিনিধিত্ব করবেন।
Advertisement