সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুরন্ত জয় পেয়েছে শ্রীলঙ্কা। তবে সেটা একেবারেই অপ্রত্যাশিত নয়। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে আছেন ধনঞ্জয় ডি'সিলভারা। এর আগে তারা হারিয়েছে ইংল্যান্ডকেও। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে টপকে ফাইনালে তারা যেতে পারে কিনা, সেদিকেও নজর থাকবে ক্রিকেটমহলের।
শ্রীলঙ্কার গলে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধনঞ্জয় ডি'সিলভা। প্রথম ইনিংসে ৩০৫ রানে থেমে যায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস করেন ১১৪ রান। জবাবে খুব বেশি রানের লিড তুলতে পারেনি নিউজিল্যান্ডও। টম ল্যাথাম ও ড্যারিল মিচেলের ইনিংসের সৌজন্যে তারা তোলে ৩৪০ রান। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা করে ৩০৯ রান। যেখানে দিমুখ করুণারত্নে করেন ৮৩ রান। ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রভাত জয়সূর্যের বলে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট তোলেন তিনি। নিউজিল্যান্ড থেমে যায় ২১১ রানে। ৬৩ রানে প্রথম টেস্ট জেতে শ্রীলঙ্কা।
এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2025) র্যাঙ্কিংয়েও হিসেব কিছুটা বদলে গেল। নিউজিল্যান্ড প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল। তারা আদৌ সামনের বছর ফাইনাল খেলতে পারবে কিনা, সেই প্রশ্নও উঠে গেল এদিন। টিম সাউথিদের টপকে তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। এই জয়ের ফলে তাদের পয়েন্ট শতাংশ ৫০। যেখানে চার নম্বরে চলে যাওয়া নিউজিল্যান্ডের রয়েছে ৪২.৮৬ শতাংশ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০।
শ্রীলঙ্কার সামনে রয়েছে আর তিনটি টেস্ট। নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টের পর খেলতে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অন্যদিকে নিউজিল্যান্ডকে এর পর তিনটি টেস্ট খেলতে হবে ভারতের সঙ্গে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে বছর শেষে বর্ডার গাভাসকর ট্রফিতে রয়েছে পাঁচটি টেস্ট। রোহিতরা যদিও ৭১.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে শীর্ষে আছে। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে যদি টেস্ট সিরিজে ভারত হারাতে পারে এবং শ্রীলঙ্কাও তাদের টেস্টগুলিতে ভালো ফল করে, তাহলে ছবিটা বদলে যেতে খুব বেশি সময় লাগবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি বিজয়ী দলকে পিছনে ফেলে উঠে আসতে পারেন লঙ্কানরা। পথটা হয়তো কঠিন, অনেক যদি-কিন্তুও জড়িয়ে। তবে আশা ছাড়তে নারাজ শ্রীলঙ্কা।