সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরা ছন্দে আছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। দ্বিতীয় টেস্টে তাঁর কাছে থাকছে ৪৯ বছর পুরনো রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ। যে রেকর্ড রয়েছে কিংবদন্তি সুনীল গাভাসকরের নামে।
প্রথম টেস্টে ১৫৯ বলে ১০১ রান করেন তরুণ বাঁহাতি ওপেনার। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেভাবে রান পাননি। পাঁচ-পাঁচটা সেঞ্চুরি করেও ভারতকে হারতে হয়েছে। তবে তার মধ্যেও সান্ত্বনা তরুণ ক্রিকেটারদের ফর্ম। মাত্র ২০টি টেস্ট ম্যাচে যশস্বী করে ফেলেছেন ১৯০৩ রান। ১০টি হাফসেঞ্চুরির পাশাপাশি আছে ৫টি সেঞ্চুরি। গড় ৫২.৮৬।
দ্বিতীয় টেস্টে আর ৯৭ রান করলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০০ রান করে ফেলবেন যশস্বী। যে রেকর্ড ১৯৭৬ সালে গড়েছিলেন সুনীল গাভাসকর। তিনি ২০০০ রান করেছিলেন ২৩টি টেস্টে। এর পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগ। তাঁরা দুজনেই ২৫টি টেস্টে ২০০০ রান করেছিলেন।
অন্যদিকে ইনিংসের ক্ষেত্রেও দুই তারকা ক্রিকেটারকে টপকে যাওয়ার সুযোগ থাকছে যশস্বীর কাছে। দুজনেই ৪০ ইনিংসে ২০০০ রান করেছিলেন। যশস্বী খেলেছেন ৩৮টি ইনিংস। ফলে সেখানেও রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি।
তবে ব্যাট হাতে ভালো ফর্মে থাকলেও সমালোচনা হচ্ছে যশস্বীর ফিল্ডিং ও মনোভাব নিয়ে। প্রথম ইনিংসে তিনি ফেলেছিলেন তিনটি ক্যাচ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফেললেন বেন ডাকেটের গুরুত্বপূর্ণ ক্যাচ। কিন্তু তারপরও বাউন্ডারি লাইনের ধারে নাচতে দেখা যায় তাঁকে। তাতেই বেজায় চটেছেন ক্রিকেটভক্তরা। দল যখন হারছে, তখন একজন কীভাবে নাচতে পারেন? প্রশ্ন তুলছেন সমর্থকরা।
