সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জার্সি হোক কিংবা হায়দরাবাদের জার্সি, অভিষেক শর্মা মানেই যেন একের পর এক বিধ্বংসী ইনিংস। 'গুরু' যুবরাজ সিংয়ের ছায়া যেন স্পষ্ট তাঁর পারফরম্যান্সে। অভিষেকের সাফল্যের নেপথ্যে যে যুবির অবদান রয়েছে, সেটা তো আর নতুন করে বলার নয়। এমনকী 'উচ্ছৃঙ্খল' অভিষেককে কড়া শাসনে বেঁধে রেখেছিলেন যুবরাজ। সেই ঘটনা ফাঁস করলেন যুবির বাবা যোগরাজ সিং। সেই সঙ্গে যুবরাজের মায়ের বক্তব্য, শুধু অভিষেক নন, শুভমান গিলও 'যমের মতো' ভয় পান প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।
গত আইপিএলে ২০০-র উপর স্ট্রাইক রেটে ৪৮৪ রান করেছিলেন তিনি। জাতীয় দলে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে দুটি সেঞ্চুরি হয়ে গিয়েছে। দিন কয়েক আগে হায়দরাবাদের জার্সিতে ৪০ বলে সেঞ্চুরি করেন। তারপর স্বয়ং যুবরাজের প্রশংসা পান। সাধারণত প্রকাশ্যে অভিষেকের খুব একটা 'সুখ্যাতি' করেন না যুবি।
আর তিনি অভিষেককে কতটা শাসনে রাখতেন, সেই উদাহরণ তুলে ধরছেন যোগরাজ। তাঁর মতে অভিষেক গভীর রাত পর্যন্ত পার্টি করতেন কিংবা বান্ধবীর সঙ্গে দীর্ঘ সময় কাটাতেন। যোগরাজ বলছেন, "অভিষেকের বাবা আর ওকে সামলাতে পারছিলেন না। যুবরাজ একদিন ফোনে বলে, 'ওকে ঘরে বন্ধ করে রাখুন'। তারপর অভিষেকের উপর চিৎকার করে ওঠে, 'তুমি কোথায় ছিলে? রাত ৯টা বাজে। এখনই শুতে যাও। আমি এখনই আসছি।' তারপর ওর বাবাকে বলে, ভোর পাঁচটার সময় ওকে তুলে দিতে।"
আর শুধু অভিষেক নয়, যুবরাজকে ভয় পান শুভমান গিলও। সেই প্রসঙ্গে আবার মুখ খুললেন যুবির মা শবনম সিং। তিনি বলেন, "অভিষেক আর শুভমানের সব ম্যাচ দেখে যুবরাজ। তারপর সন্ধ্যাবেলা সেগুলো নিয়ে ওদের সঙ্গে কথা বলে। ওরা কিন্তু যুবরাজকে যমের মতো ভয় পায়।" যুবরাজও বলছেন, "আমি যখন খেলতাম, তখন আমার মা খুব দুশ্চিন্তায় থাকত। এখন আমি ওদের ব্যাটিং দেখার সময় ভয়ে থাকি।" যুবরাজ যেন মা-বাবার মতোই শাসনে-ভালোবাসায় ভারতের দুই তারকাকে 'মানুষ' করেছেন।
