shono
Advertisement
Test Cricket

বাংলাদেশ ক্রিকেটে নয়া লজ্জা, ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধেও হারলেন মুশফিকরা

শেষ ১২ বছরে এই নিয়ে দ্বিতীয়বার জিম্বাবোয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ।
Published By: Prasenjit DuttaPosted: 07:33 PM Apr 23, 2025Updated: 07:33 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস জিম্বাবোয়ের। সাত বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় মাসাকাদজাদের। বুধবার রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবোয়ে। উল্লেখ্য, বিদেশের মাঠে এই বাংলাদেশের বিরুদ্ধেই ২০১৮ সালে শেষবার জিতেছিল আফিকার এই দেশটি।

Advertisement

শেষ ১২ বছরে এই নিয়ে দ্বিতীয়বার জিম্বাবোয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ। ২০১৮-র আগে ২০১৩ সালের এপ্রিলেও শেষ হাসি হেসেছিল জিম্বাবোয়ে। সিলেটে আয়োজিত সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথম ব্যাটিং করে বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারেননি মোমিনুল হক (৫৬), নাজমুল হোসেন শান্তরা (৪০)। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড নেয় জিম্বাবোয়ে। ব্রায়ান বেনেট (৫৭) এবং শন উইলিয়ামস (৫৯) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দ্বিতীয় ইনিংসের শুরুতে সাদমান ইসলামের উইকেট খোয়ালেও লড়াইয়ে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। মোমিনুল (৪৭), শান্ত (৬০), জাকের আলি (৫৮) রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের ইনিংস ২৫৫ রানের বেশি এগোয়নি। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতার ছবি প্রকট হয়। দ্বিতীয় ইনিংসে ছ'টি উইকেট নিয়ে 'নায়ক' বনে যাওয়া ব্লেসিং মুজারাবানির সব মিলিয়ে শিকার ৯ উইকেট। বলা যায়, তাঁর সামনেই কার্যত আত্মসমর্পণ করে বাংলাদেশ।

জিম্বাবোয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। ৭ উইকেটেই সেই লক্ষ্য পূরণ করেন আরভিনরা। ম্যাচ জয়ে কার্যকরী ভূমিকা নেন দুই ওপেনার ব্রায়ান বেনেট (৫৪), বেন কুরান (৪৪)। তাঁদের জুটিতে ওঠে ৯৫ রান। তবে এর পরেই খেই হারিয়ে একের পর এক উইকেট খোয়াতে থাকে জিম্বাবোয়ে। সৌজন্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহদি হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসেও তাঁর ৫ উইকেট রক্ষা করতে পারেনি বাংলাদেশকে। এই জয়ের মাধ্যমে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল জিম্বাবোয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশকে টেক্কা দিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস জিম্বাবোয়ের।
  • সাত বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় মাসাকাদজাদের।
  • বুধবার রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবোয়ে।
Advertisement