shono
Advertisement

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফের দেখা যাবে রোনাল্ডোকে! সম্ভাবনা ঘিরে তুঙ্গে জল্পনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কীভাবে প্রত্যাবর্তন সম্ভব রোনাল্ডোর? জেনে নিন তা।
Posted: 04:47 PM Jan 03, 2023Updated: 04:47 PM Jan 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবার খেলতে দেখা যাবে? খবরের রিপোর্ট অনুযায়ী, নিউ ক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পায়, তা হলে দেখা যেতেই পারে ‘সিআর সেভেন’কে।

Advertisement

এত পর্যন্ত পড়ার পরে অনেকেই বিস্মিত হতে পারেন। ইউরোপের ক্লাব ছেড়ে রোনাল্ডো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ২০২৫ সাল পর্যন্ত আল নাসেরের সঙ্গে চুক্তি পর্তুগিজ মহানায়কের। স্পেনীয় সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তির একটা শর্ত হল, ২০২৩-২৪ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে নিউ ক্যাসল ইউনাইটেড যদি খেলার ছাড়পত্র পায়, তাহলে রোনাল্ডোকেও প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে দেখা যেত পারে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য রোনাল্ডোর খেলার সম্ভাবনা নেই। 

[আরও পড়ুন: দেনার দায়ে জর্জরিত, পেলের ফেয়ারওয়েল বল বিক্রির কথা ভাবছে ব্রাজিলীয় দম্পতি]

 

 

নিউ ক্যাসলের মালিকানা সৌদি আরবের একটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের হাতে। মার্কার প্রতিবেদন অনুযায়ী, আল নাসরের সঙ্গে রোনাল্ডোর চুক্তির একটি শর্ত এ রকম—নিউক্যাসল যদি আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়, তাহলে রোনাল্ডোকেও দেখা যেতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। একের পর এক রেকর্ড করেছেন রোনাল্ডো। ইউরোপের ফুটবলকে অনেক দিয়েছেন পর্তুগিজ মহানায়ক। এবার এশিয়ার ক্লাবে এলেও চুক্তির শর্ত তাঁর সামনে চ্যাম্পিয়ন্স লিগের দরজা খুলে দিতে পারে। 

 

এই মুহূর্তে নিউ ক্যাসল ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে। আর্সেনাল ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় শীর্ষে। ১৬ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে ম্যাঞ্চেস্টার সিটি দ্বিতীয় স্থানে। চতুর্থ স্থানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম চারে রয়েছে নিউ ক্যাসল। কী হবে, তা বলবে সময়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement