shono
Advertisement

Breaking News

শালবনির কোবরা ক্যাম্পে ফের আত্মঘাতী জওয়ান, আত্মহত্যার কারণ নিয়ে ধন্দ

ক্যাম্পের কর্তারা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন।
Posted: 09:39 PM Jun 30, 2021Updated: 10:51 PM Jun 30, 2021

সম্যক খান, মেদিনীপুর: ফের শালবনির কোবরা ক্যাম্পে আত্মহত্যা। আত্মঘাতী হলেন এক সিআরপিএফ (CRPF Jawan) জওয়ান। বুধবার সন্ধেয় শালবনির (Salboni) ক্যাম্পের ঘর থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, মানসিক অবসাদে আত্মহত্যা (Suicide) করেছেন ওই জওয়ান। তবে এ প্রসঙ্গে বাহিনীর তরফে কিছু জানানো হয়নি। ক্যাম্পের কর্তারা মৃত্যুর কারন জানার চেষ্টা করছেন বলে খবর। 

Advertisement

মৃত জওয়ানের নাম শিবকান্ত প্রসাদ (৩৮)। উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা তিনি। কিছুদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন তিনি। ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। সেখানেই আত্মহত্যা করেন শিবপ্রকাশ। সূত্রের খবর, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন তিনি। তবে এ বিষয় এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। মানসিক অবসাদ নাকি আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে রহস্য বাড়ছে।

[আরও পড়ুন: Student Credit Card: রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে কীভাবে আবেদন? জেনে নিন]

ইতিপূর্বে গত ৮ মার্চ এই ক্যাম্পেই আত্মহত্যা করেছিলেন দুই জওয়ান। একজন মহিলা ও অপরজন পুরুষ। তাদের নাম রাজীব কুমার যাদব, রাবেরি সেজলবেন। মহিলা ও পুরুষ জওয়ানের মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ক্যাম্পের অন্যান্য জওয়ানরা। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল শালবনির কোবরা ব্যাটেলিয়নের সদর দপ্তরে। এই রাজীবকুমার যাদবও উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন বলে খবর। পুলিশের অনুমান ছিল দুজনের মধ্যে অশান্তির জেরেই আত্মহত্যা করেছিলেন তাঁরা। এবার সেই ক্যাম্পেই উত্তরপ্রদেশের এক জওয়ান আত্মহত্যা করায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

[আরও পড়ুন: রাজনৈতিক স্লোগান থেকে এবার হেঁসেলেও ‘খেলা হবে’! বাজার মাতাচ্ছে নতুন এই চাল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার