shono
Advertisement

Breaking News

কাশ্মীরে সেনা সুরক্ষায় এবার মাইন প্রতিরোধকারী গাড়ি

ইতিমধ্যেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি)-তে অর্ডার দেওয়া হয়েছে৷ The post কাশ্মীরে সেনা সুরক্ষায় এবার মাইন প্রতিরোধকারী গাড়ি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:03 PM Jun 27, 2016Updated: 05:21 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পাম্পোরে জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর পরই নিরাপত্তায় বিশেষ নজর দিল সিআরপিএফ৷ কাশ্মীরে জওয়ানদের রক্ষায় এবার প্রায় এক ডজনের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন প্রতিরোধকারী গাড়ি (এমপিভি) ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সিআরপিএফ৷

Advertisement

এমপিভিগুলি সাধারণত মাওবাদী অধ্যুষিত অঞ্চলের নিরাপত্তারক্ষীরা ব্যবহার করেন৷ যদিও কিছুদিনের মধ্যেই দেশের মাওবাদী অধ্যুষিত অঞ্চলের নিরাপত্তারক্ষীদের রক্ষাতেও আধুনিক প্রযুক্তির ২০টি নতুন এমপিভি দেওয়া হবে বলেও সিআরপিএফ সূত্রে জানানো হয়েছে৷ এ বিষয়ে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড (ওএফবি)-তে অর্ডার দেওয়া হয়েছে৷ পাশাপাশি, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল যাবে পাম্পোরে৷ খতিয়ে দেখবে নিরাপত্তা পরিস্থিতি৷

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই জঙ্গি হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলে স্পষ্টভাষায় জানান, ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে পাকিস্তান৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, পাম্পোরে জঙ্গি হামলার তদন্ত করা হবে৷অন্যদিকে, পাম্পোরে হামলার পর পাক হাইকমিশনার আবদুল বাসিতের মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর দেখা দিয়েছে৷ হামলার পর কোনও প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করে রমজান মাসে ইফতার পার্টিতে আরও বেশি মনোযোগ দেওয়ার কথা বলেন পাক হাইকমিশনার৷

এদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জওয়ানদের প্রতি শ্রাজ্ঞাপনের পর জানিয়েছেন, পাম্পোরের জঙ্গি হামলার ঘটনায় কাশ্মীরের মর্যাদাহানি হচ্ছে৷ এই ঘটনাগুলির জেরে কাশ্মীরে বিনিয়োগকারী ও পর্যটকদের যাতায়াত কমতে বাধ্য৷

সিআরপিএফের ডিজি কে দুর্গাপ্রসাদ রবিবার জানান, কিছুদিনের মধ্যেই এমপিভি এসে পৌঁছবে কাশ্মীরে৷ প্রয়োজনে আরও গাড়ি আনার বন্দোবস্ত করা হবে৷ শুধুমাত্র ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে বাঁচতে নয়, জঙ্গিদের গুলি ও গ্রেনেড থেকে জওয়ানদের রক্ষা করতে ওই ধরনের গাড়ি আনার পরিকল্পনা৷

The post কাশ্মীরে সেনা সুরক্ষায় এবার মাইন প্রতিরোধকারী গাড়ি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement